ক্রীড়া ডেস্ক: একটি শিরোপা দৌড় থেকে বিদায়ের শঙ্কা এবং আরেকটি থেকে ছিটকে যাওয়ার পর জয়ের পথে ফিরল আর্সেনাল। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জিতল মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা।
সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। এরপর ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। এবারের লিগে আর্সেনালের এটা দ্বাদশ জয়। সঙ্গে সাতটি ড্রয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল তারা। তিনে নেমে যাওয়া নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। গত ১ জানুয়ারি ব্রেন্টফোর্ডকে হারিয়ে বছরের শুরুটা দারুণ করে আর্সেনাল।
কিন্তু এরপর ব্যর্থতা যেন জেঁকে ধরে তাদের; আট দিনে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনটি ম্যাচ খেলে জিততে পারেনি একটিও। লিগ কাপে সেমি-ফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে তারা, আর গত রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে দলটি। দারুণ পারফরম্যান্সে ব্যর্থতার জাল এবার ছিঁড়তে পারল আর্সেনাল।
খুব আক্রমণাত্মক না হলেও, ম্যাচের শুরুটা বেশ আত্মবিশ্বাসী করে আর্সেনাল। যদিও প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো পরীক্ষাই নিতে পারছিল না তারা। এর মাঝেই ২৫তম মিনিটে দুর্ভাগ্যবশত পিছিয়ে পড়ে তারা। সন হিউং-মিনের বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল উইলিয়াম সালিবার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। গোল খেয়ে আক্রমণে জোর দেয় আর্সেনাল।
কিন্তু লক্ষ্যে শটই নিতে পারছিল না তারা। প্রথম ৩৫ মিনিটে ছয়টি কর্নার পায় দলটি, সপ্তমটিতে পায় গোলের দেখা। ৪০তম মিনিটে ডেকলান রাইসের কর্নারে দূরের পোস্টে উড়ে যাওয়া বলের ওপর দৃষ্টি রেখে ছুটে গিয়ে হেড করেন গাব্রিয়েল মাগালিয়াইস। পাশ থেকে হেডে ক্লিয়ারের চেষ্টা করেন টটেনহ্যামের ফরোয়ার্ড ডোমিনিক সোলাঙ্কির, তার মাথায় লেগেই বল যায় জালে।
চার মিনিট পরই এগিয়ে যায় গতবারের রানার্সআপরা। মাঝমাঠে প্রতিপক্ষের থেকে বল কেড়ে আক্রমণে ওঠে দলটি। এরপর, মার্টিন ওডেগোরের পাস ধরে বক্সে ঢুকে জোরাল কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে তিন মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পায় আর্সেনাল। দুবারই কাছ থেকে ব্যর্থ হেড করেন তিন দিন আগে ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে লক্ষ্যভেদ করতে না পারা কাই হাভার্টজ। শেষ দিকে মরিয়া হয়ে ওঠে টটেনহ্যাম। কিন্তু সমতাসূচক গোলের দেখা আর পায়নি দলটি।
এবারের লিগে শুরু থেকেই ভীষণ বাজে সময় কাটছে তাদের। সেই ধারায় এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইল তারা, এর মধ্যে চারটিই পরাজয়। ২১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে টটেনহ্যাম।