বিনোদন ডেস্ক: লস অ্যাঞ্জেলেসে চলমান ভয়াবহ দাবানলের কারণে অস্কার মনোনয়নের তারিখ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার। পাশাপাশি ভোটগ্রহণের সময়সীমাও ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। দাবানল লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ২৭,০০০ একর এলাকা পুড়ে গেছে। এতে এখন পর্যন্ত বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন অনেকে। হলিউডের অনেক তারকারাও রয়েছেন ক্ষতিগ্রস্তদের তালিকায়।
এই পরিস্থিতিতে হলিউডসংশ্লিষ্ট অনেক অনুষ্ঠানই স্থগিত করা হয়েছে। অ্যাকাডেমি মিউজিয়াম, বিভিন্ন স্ক্রিনিং এবং বার্ষিক অস্কার ‘বেক-অফ’ সহ বিভিন্ন কার্যক্রমও ব্যাহত হয়েছে। লস অ্যাঞ্জেলেস সাউন্ড ব্রাঞ্চ বেক-অফ ও শর্টলিস্ট স্ক্রিনিংয়ের মতো কিছু আঞ্চলিক ইভেন্ট বাতিল করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় পেছানো হলো অস্কার কার্যক্রমও। অ্যাকাডেমি সিইও বিল ক্রেমার এবং সভাপতি জ্যানেট ইয়াং একটি বিবৃতি দিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারা বলেন, ‘দাবানলের প্রভাবে আমাদের কমিউনিটি ও স্থানীয় চলচ্চিত্র শিল্পে যে ক্ষতি হয়েছে তা মেনে নেওয়া খুবই কঠিন।
তাই ভোটের সময়সীমা বাড়ানো এবং মনোনয়ন ঘোষণার তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে অস্কারের ৯৭তম আসর এখনো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ৩ মার্চ ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আইটিভি১ এবং আইটিভিএক্স-এ সরাসরি সম্প্রচার করা হবে। তবে অনুষ্ঠানের সঠিক সময় পরে জানানো হবে।
পেছাতে পারে গ্র্যামি’র আসর: বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে ছড়িয়ে পড়া দাবানলের আগুনের ঘটনায় সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি আওয়ার্ড অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্য হলিউড রিপোর্টার লিখেছে, আগামী ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বসছে। সেখানে এ সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীদের উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু দাবানল এখনো নিয়ন্ত্রণে না আসায় এবং ধ্বংসযজ্ঞ মাত্রা ছাড়ায় এই পুরস্কার অনুষ্ঠান আদৌ আয়োজন করা সম্ভব কী না তা নিয়ে সংশয়ে পড়েছে কর্তৃপক্ষ।
অনুষ্ঠান পেছানোর কোনো আনুষ্ঠাকিক ঘোষণা না আসলেও কর্তৃপক্ষের তরফ থেকে হলিউড রিপোর্টারকে বলা বলেছে, অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’। আয়োজক কর্তৃপক্ষ এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একটি তহবিল গঠনের কথাও ভাবছে। যুক্তরাষ্ট্রের জ্যাজ ড্রামার, রেকর্ড প্রডিউসার হার্ভে মেসন বলেছেন, আগামী দশদিনের পরিস্থিতির উপরে গ্র্যামি আয়োজনের বিষয়টি নির্ভর করছে।
এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে বহু বিষয় জড়িত আছে। যেমন অংশগ্রহণকারী শিল্পী ও তাদের দলের সদস্য এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদেরও থাকার জন্য লস অ্যাঞ্জেলেসে হোটেলের প্রয়োজন হয়। কেবল আবাসন সংকট নয়, শিল্পীদের বাদ্যযন্ত্রগুলো নিরাপদে রাখাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান পরিস্থিতিতে এই বিষয়গুলা সুরাহা করে ওঠা কঠিন হয়ে উঠতে পারে বলে লিখেছে হলিউড রিপোর্টার। লস অ্যাঞ্জেলেস শহরের বড় দুইটি দাবানলের প্রান্তগুলো নিয়ন্ত্রণে রাখতে দমকলকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানলে রোববার পর্যন্ত পুড়েছে লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার একর এলাকা।