ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাপান ও ফিলিপাইনের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় ফোনালাপ করবেন বাইডেন

  • আপডেট সময় : ০৩:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোসের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ভোরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং মার্কোসের সঙ্গে ত্রিপক্ষীয় ফোনালাপ করবেন।
রবিবার তিনি এ কথা জানিয়েছেন।

বলেন, ‘তিন নেতা পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।’

প্রেসিডেন্টের মুখপাত্র সিজার শ্যাভেজ এক বিবৃতিতে বলেছেন, রবিবার এই ফোনালাপ হওয়ার কথা ছিল, তবে লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণে তা স্থগিত করা হয়। ম্যানিলা থেকে এএফপি এ খবর জানায়, বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে চীনের প্রচেষ্টা বানচাল করার লক্ষ্যে তিনটি দেশ নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে।

বাইডেন এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার দাবানলের ওপর নজর রাখতে ৯ থেকে ১২ জানুয়ারি তার নির্ধারিত ইতালি সফর বাতিল করেন। আগামী ২০ জানুয়ারি তার মেয়াদ শেষ হবে এবং ডোনাল্ড ট্রাম্প পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাপান ও ফিলিপাইনের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় ফোনালাপ করবেন বাইডেন

আপডেট সময় : ০৩:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোসের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ভোরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং মার্কোসের সঙ্গে ত্রিপক্ষীয় ফোনালাপ করবেন।
রবিবার তিনি এ কথা জানিয়েছেন।

বলেন, ‘তিন নেতা পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।’

প্রেসিডেন্টের মুখপাত্র সিজার শ্যাভেজ এক বিবৃতিতে বলেছেন, রবিবার এই ফোনালাপ হওয়ার কথা ছিল, তবে লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণে তা স্থগিত করা হয়। ম্যানিলা থেকে এএফপি এ খবর জানায়, বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে চীনের প্রচেষ্টা বানচাল করার লক্ষ্যে তিনটি দেশ নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে।

বাইডেন এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার দাবানলের ওপর নজর রাখতে ৯ থেকে ১২ জানুয়ারি তার নির্ধারিত ইতালি সফর বাতিল করেন। আগামী ২০ জানুয়ারি তার মেয়াদ শেষ হবে এবং ডোনাল্ড ট্রাম্প পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।