ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের অবস্থানে ক্যাডেট এসআইরা

  • আপডেট সময় : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের অবস্থানে ক্যাডেট এসআইরা। সোমবার সকাল থেকে সচিবালয়ের ১নং গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ছবি আজকের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক: চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ের ১নং গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে গত ৫ জানুয়ারি রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তারা।

প্রসঙ্গত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়।

অবস্থান কর্মসূচি নিয়ে আয়োজকদের একজন রাফিন ইসলাম বলেন, আমাদের কি অপরাধে এভাবে ভোগাচ্ছে জানি না। আমরা চাই এর একটা সুরাহা হোক। আমাদের পুনর্বহালের বিষয়ে আইজিপি মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ সব জায়গায় মুভ করেছি কিন্তু কোনো সমাধান পাইনি।

রবিউল ইসলাম নামের আরেক চাকরিপ্রত্যাশী বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কোনো স্লোগান নেই, বিক্ষোভ নেই। আমরা আমাদের দাবির পক্ষে দাঁড়িয়েছি। আমরা আশা করছি সরকার এ বিষয়ে দ্রুত একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের অবস্থানে ক্যাডেট এসআইরা

আপডেট সময় : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ের ১নং গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে গত ৫ জানুয়ারি রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তারা।

প্রসঙ্গত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়।

অবস্থান কর্মসূচি নিয়ে আয়োজকদের একজন রাফিন ইসলাম বলেন, আমাদের কি অপরাধে এভাবে ভোগাচ্ছে জানি না। আমরা চাই এর একটা সুরাহা হোক। আমাদের পুনর্বহালের বিষয়ে আইজিপি মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ সব জায়গায় মুভ করেছি কিন্তু কোনো সমাধান পাইনি।

রবিউল ইসলাম নামের আরেক চাকরিপ্রত্যাশী বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কোনো স্লোগান নেই, বিক্ষোভ নেই। আমরা আমাদের দাবির পক্ষে দাঁড়িয়েছি। আমরা আশা করছি সরকার এ বিষয়ে দ্রুত একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।