ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরি!

  • আপডেট সময় : ০২:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রে দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরির সময় গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি।
মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট লুনা।

রোববার (১২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে লুনা বলেন, তিনি যখন ওই এলাকায় ছিলেন, তখন ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন, যাকে ফায়ার ফাইটারের মত দেখাচ্ছিল। হাতকড়া পরা অবস্থায় আছে বুঝতে পারার আগেই লুনা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, তিনি ঠিক আছেন কি না।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি সেভেন লিখেছে, শেরিফ বিভাগ ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল বলেন, দমকলকর্মীর ছদ্মবেশ ধারণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ম্যাকডোনেল বলেন, আমাদের মধ্যে এমন মানুষও আছে- যারা এই দাবানলের ভুক্তভোগীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে সবকিছু করতে পারে।

লুনা বলেন, লস অ্যাঞ্জেলেস এলাকায় দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে ২৯ জনের মত গ্রেপ্তার হয়েছে।

তিনি জানান, দাবানল কবলিত ইটনের আশপাশ থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়েছে শনিবার রাতে। যাদের মধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছে কারফিউ লঙ্ঘনের জন্য এবং গোপন আগ্নেয়াস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।

লুনা বলেন, প্যালিসেডসের দাবানল এলাকার আশেপাশে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন আছেন- যিনি শনিবার কারফিউ লঙ্ঘনের জন্য গ্রেপ্তার হন।

দাবানলের কারণে যেসব এলাকা খালি করার আদেশ রয়েছে, সেসব এলাকা এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাকডোনেল।

তিনি এও বলেছেন, রোববার রাত ৬টা সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান বলেন, ‘আগুন কবলিত এলাকা ও জনমানবশূন্য এলাকার সম্পত্তি সুরক্ষা কিংবা লুটেরাদের দূরে রাখতে’ কারফিউ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি জননিরাপত্তা কর্মীদের সুরক্ষিত রাখতেও সহায়তা করে।

আপনি যদি জননিরাপত্তা কর্মী বা অন্য কোনো দুর্যোগ কর্মী না হন, সেক্ষেত্রে আপনার এসব এলাকায় অবস্থানের কোনো কারণ নেই। আপনি যদি এসব এলাকায় থাকেন, তবে আপনাকে গ্রেপ্তার হতে হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরি!

আপডেট সময় : ০২:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রে দাবানলের মধ্যে ফায়ার ফাইটার বেশে চুরির সময় গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি।
মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট লুনা।

রোববার (১২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে লুনা বলেন, তিনি যখন ওই এলাকায় ছিলেন, তখন ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন, যাকে ফায়ার ফাইটারের মত দেখাচ্ছিল। হাতকড়া পরা অবস্থায় আছে বুঝতে পারার আগেই লুনা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, তিনি ঠিক আছেন কি না।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি সেভেন লিখেছে, শেরিফ বিভাগ ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল বলেন, দমকলকর্মীর ছদ্মবেশ ধারণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ম্যাকডোনেল বলেন, আমাদের মধ্যে এমন মানুষও আছে- যারা এই দাবানলের ভুক্তভোগীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে সবকিছু করতে পারে।

লুনা বলেন, লস অ্যাঞ্জেলেস এলাকায় দাবানল ঘিরে বিভিন্ন অভিযোগে ২৯ জনের মত গ্রেপ্তার হয়েছে।

তিনি জানান, দাবানল কবলিত ইটনের আশপাশ থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়েছে শনিবার রাতে। যাদের মধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছে কারফিউ লঙ্ঘনের জন্য এবং গোপন আগ্নেয়াস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।

লুনা বলেন, প্যালিসেডসের দাবানল এলাকার আশেপাশে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন আছেন- যিনি শনিবার কারফিউ লঙ্ঘনের জন্য গ্রেপ্তার হন।

দাবানলের কারণে যেসব এলাকা খালি করার আদেশ রয়েছে, সেসব এলাকা এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাকডোনেল।

তিনি এও বলেছেন, রোববার রাত ৬টা সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান বলেন, ‘আগুন কবলিত এলাকা ও জনমানবশূন্য এলাকার সম্পত্তি সুরক্ষা কিংবা লুটেরাদের দূরে রাখতে’ কারফিউ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি জননিরাপত্তা কর্মীদের সুরক্ষিত রাখতেও সহায়তা করে।

আপনি যদি জননিরাপত্তা কর্মী বা অন্য কোনো দুর্যোগ কর্মী না হন, সেক্ষেত্রে আপনার এসব এলাকায় অবস্থানের কোনো কারণ নেই। আপনি যদি এসব এলাকায় থাকেন, তবে আপনাকে গ্রেপ্তার হতে হবে।