ক্রীড়া ডেস্ক: বৈশ্বিক আসরে নিউ জিল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয় বরাবরই চমকপ্রদভাবে, এবার খুব জাঁকজমকপূর্ণ না হলেও যথারীতি দেখা গেল অভিনবত্ব। বৈশ্বিক আসরে নিউ জিল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয় বরাবরই চমকপ্রদভাবে।
এবার খুব জাঁকজমকপূর্ণ না হলেও যথারীতি দেখা গেল অভিনবত্ব। প্রথমবার কোনো আইসিসি আসরে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। কিছু দিন আগে সাদা বলের দলের নিয়মিত অধিনায়কের দায়িত্ব পাওয়া এই অলরাউন্ডার একে একে জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ১৪ সঙ্গীর নাম। দলে চমক বলতে আছে, বেন সিয়ার্সের জায়গা পাওয়া।
১ টেস্ট ও ১৭ টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে অভিষেক হয়নি তার। চোট কাটিয়ে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফিরে একটি টি-টোয়েন্টি খেলেছেন। তাকে রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের। মাস দুয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজরকাড়া অলরাউন্ডার ন্যাথান স্মিথও আছেন দলে। গত কয়েকটি বৈশ্বিক আসর ধরেই সামাজিক মাধ্যমে নান্দনিকভাবে প্রকাশ করা হয় নিউ জিল্যান্ডের স্কোয়াড।
এবার দেখা গেল ফাঁকা গ্যালারিতে এসে একটি চেয়ারে বসলেন স্যান্টনার। শুরু করলেন এরকমভাবে, ‘আমি মিচেল স্যান্টনার এবং পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এটি আমাদের দলৃ।”
একেকজনের নাম ঘোষণার সঙ্গে কোনো বিশেষণ বা ছোট্ট করে পরিচয় তুলে ধরলেন অধিনায়ক।
স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল যেমন ‘দা বিস্ট’, লকি ফার্গুসনকে বললেন ‘গাই হু ইজ গট আ রকেট ইন হিম- দা থান্ডারবোল্ট।’ মার্ক চ্যাপম্যানের নাম জানিয়ে বললেন, পাকিস্তান সফরে যেতে কখনোই আপত্তি নেই। পাকিস্তানে ১০টি টি-টোয়েন্টি খেলে তার সেঞ্চুরি একটি, ফিফটি তিনটি। গড় ১০৪, স্ট্রাইক রেট প্রায় ১৬৪। অধিনায়কের ইঙ্গিত সেদিকেই। সিয়ার্সকে বললেন তিনি ‘রকেট ম্যান।
’ গত এপ্রিলে পাকিস্তান সফরের পর চোটের কারণে কোনো ধরনের ক্রিকেটেই খেলতে পারেননি তিনি। মাত্র তিন দিন আগে তিনি মাঠে ফিরে ঘরোয়া টি-টোয়েন্টিতে একটি ম্যাচ খেলেছেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৩ ম্যাচে তার উইকেট ৪০টি। নতুন একজন উঠতি ক্রিকেটারের কথা বললেন স্যান্টনার। পরে আবার যোগ করলেন, বেশ কিছুদিন ধরেই তিনি দলে আছেন। পরে বোঝা গেল, মজা করেই অমনটি বলেছেন। নামটি যে কেন উইলিয়ামসন!
শেষে ছোট্ট করে স্যান্টনার বললেন, ‘আমিও থাকব সেখানে।” চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক পাকিস্তান, ভারত ও বাংলাদেশের গ্রুপে আছে নিউ জিল্যান্ড। এই টুর্নামেন্টের আগে পাকিস্তানে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে নিউ জিল্যান্ড, যেখানে আরেক দল দক্ষিণ আফ্রিকা।
সেই সিরিজের দলও এটিই। যদিও এসএ টোয়েন্টি ও আইএল টি-টোয়েন্টির জন্য কয়েকজন ক্রিকেটার নাও খেলতে পারেন সেই ত্রিদেশীয় সিরিজে।
নিউ জিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।