ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এক বছর পর ভারতীয় দলে শামি

  • আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: অবশেষে জাতীয় দলে ডাক পেলেন মোহাম্মদ শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর মাঠের বাইরে ছিটকে যান ডানহাতি এই পেসার। গোড়ালির ইনজুরির কারণে এক বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। তবে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি জাসপ্রিত বুমরাহ ও ঋষভ পান্তকে। এছাড়া সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে থাকা রমনদীপ সিং, জীতেশ শর্মা, আভেশ খান, যশ দায়াল ও বিজয়কুমার বৈশাখও বাদ পড়েছেন।

তাদের পরিবর্তে দলে ফেরানো হয়েছে নীতিশ রেড্ডি, হারশিত রানা, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর। অস্ত্রোপচার শেষে গত নভেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফেরেন শামি। সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তার দলে ঢোকার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে প্রচুর। কিন্তু শেষ পর্যন্ত আর নেওয়াই হয়নি তাকে। ইনজুরি কাটিয়ে ফিরলেও ছন্দ হারাননি তিনি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বাংলার হয়ে ৯ ম্যাচে খেলে ১১ উইকেট নেন ডানহাতি এই পেসার।

এছাড়া বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচ খেলে তার শিকার ৫ উইকেট। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। এর জন্য অবশ্য এখনো দল ঘোষণা করেনি ভারত।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ রেড্ডি, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, হারশিত রানা, ধ্রুব জুরেল, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক বছর পর ভারতীয় দলে শামি

আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: অবশেষে জাতীয় দলে ডাক পেলেন মোহাম্মদ শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর মাঠের বাইরে ছিটকে যান ডানহাতি এই পেসার। গোড়ালির ইনজুরির কারণে এক বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। তবে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি জাসপ্রিত বুমরাহ ও ঋষভ পান্তকে। এছাড়া সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে থাকা রমনদীপ সিং, জীতেশ শর্মা, আভেশ খান, যশ দায়াল ও বিজয়কুমার বৈশাখও বাদ পড়েছেন।

তাদের পরিবর্তে দলে ফেরানো হয়েছে নীতিশ রেড্ডি, হারশিত রানা, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর। অস্ত্রোপচার শেষে গত নভেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফেরেন শামি। সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তার দলে ঢোকার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে প্রচুর। কিন্তু শেষ পর্যন্ত আর নেওয়াই হয়নি তাকে। ইনজুরি কাটিয়ে ফিরলেও ছন্দ হারাননি তিনি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বাংলার হয়ে ৯ ম্যাচে খেলে ১১ উইকেট নেন ডানহাতি এই পেসার।

এছাড়া বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচ খেলে তার শিকার ৫ উইকেট। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। এর জন্য অবশ্য এখনো দল ঘোষণা করেনি ভারত।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ রেড্ডি, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, হারশিত রানা, ধ্রুব জুরেল, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।