ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অস্কার মনোয়নের আগে গল্প চুরির অভিযোগ, আইনি বিপাকে ডিজনি

  • আপডেট সময় : ০৬:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ৯৭ তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণার বাকি আর মাত্র কয়েক দিন। এরই মধ্যে আইনি বিপাকে পড়ল সদ্য মুক্তি পাওয়া বক্স অফিস কাপানো হলিউড সিনেমা ‘মোয়ানা টু’। অভিযোগ, এ সিনেমার গল্প নকল- অর্থাৎ চুরি করা হয়েছে! এ নিয়ে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

দ্যা হলিউড রিপোর্টের খবর অনুযায়ী, গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে ডিজনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন উডল নামের এক চিত্রনাট্যকার। তিনি ‘বাকি’ নামের একটি অ্যানিমেটেড চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন। তার দাবি, প্রাচীন পলিনেশিয়ান গ্রামের পটভূমি নিয়ে ‘বাকি’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি।

সেখানেও সেই পলিনেশিয়ান গ্রামের কিশোর-কিশোরীরা বিপজ্জনক সমুদ্রযাত্রাকে বেঁছে নেয়। আর সেই গল্পই দেখানো হয়েছে ‘মোয়ানা টু’-তে। উডল আরও দাবি করেন, ২০০৩ সালে ‘বাকি’ নামের সেই অ্যানিমেটেড চলচ্চিত্রের চিত্রনাট্যের একটি নমুনা হ্যান্ডওভার করেছিলেন ম্যান্ডেভ্যালি ফিল্মসের তৎকালীন ডিরেক্টর অব ডেভেলপমেন্ট জেনি মার্চিককে। সে সময় গল্পের চরিত্রগুলোর নকশা, স্ট্রোরিলাইন ও প্রযোজনা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এরপর অজানা এক কারণে সেই প্রতিষ্ঠানে আর কাজ করেননি উডল। পরে ২০১৬ সালে মোয়ানার প্রথম পর্ব যখন মুক্তি পায়, তখন তার সেই চিত্রনাট্যের সঙ্গে মিল পান উডল।
২০১৬ সালে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল ওয়ার্ল্ড ডিজনির অ্যানিমেটেড মুভি ‘মোয়ানা’। রন ক্লেমেন্টস ও জন মুস্কারের যৌথ পরিচালনায় নির্মিত এ ছবি বিশ্বব্যাপী দর্শকের মনে জায়গা করে নেয়। ছবির গল্পটি, পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা একদিন মহাসমুদ্র পাড়ি দেয়, ‘তে ফিতির’ নামের একটি পাথরের সঙ্গে এক রহস্যময় ধ্বংসাবশেষ পুনরায় একত্রিত করার জন্য।

পথে তার সঙ্গী হয় কিংবদন্তি মাউয়ি ও তার পোষা মুরগি। এই নিয়েই এগিয়ে যায় সিনেমাটির গল্প। মুক্তির পরপরই বিশ্বজুড়ে ঝড় তোলে মোয়ানা। প্রসঙ্গত, ‘মোয়ানা টু’ অ্যানিমেটেড চলচ্চিত্র হিসেবে অস্কারে মনোনয়ন পেতে পারে বলে চলছে জোর জল্পনা। ইতোমধ্যে ছবিটি বিশ্বব্যাপী ৬৮৭ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে।

আর এর মাঝেই গল্প চুরির অভিযোগে মোয়ানা টু’র কারণে ডিজনি বিপদে পড়তে পারে, তা অনেকটাই অনুমেয়।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অস্কার মনোয়নের আগে গল্প চুরির অভিযোগ, আইনি বিপাকে ডিজনি

আপডেট সময় : ০৬:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: ৯৭ তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণার বাকি আর মাত্র কয়েক দিন। এরই মধ্যে আইনি বিপাকে পড়ল সদ্য মুক্তি পাওয়া বক্স অফিস কাপানো হলিউড সিনেমা ‘মোয়ানা টু’। অভিযোগ, এ সিনেমার গল্প নকল- অর্থাৎ চুরি করা হয়েছে! এ নিয়ে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

দ্যা হলিউড রিপোর্টের খবর অনুযায়ী, গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে ডিজনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন উডল নামের এক চিত্রনাট্যকার। তিনি ‘বাকি’ নামের একটি অ্যানিমেটেড চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন। তার দাবি, প্রাচীন পলিনেশিয়ান গ্রামের পটভূমি নিয়ে ‘বাকি’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি।

সেখানেও সেই পলিনেশিয়ান গ্রামের কিশোর-কিশোরীরা বিপজ্জনক সমুদ্রযাত্রাকে বেঁছে নেয়। আর সেই গল্পই দেখানো হয়েছে ‘মোয়ানা টু’-তে। উডল আরও দাবি করেন, ২০০৩ সালে ‘বাকি’ নামের সেই অ্যানিমেটেড চলচ্চিত্রের চিত্রনাট্যের একটি নমুনা হ্যান্ডওভার করেছিলেন ম্যান্ডেভ্যালি ফিল্মসের তৎকালীন ডিরেক্টর অব ডেভেলপমেন্ট জেনি মার্চিককে। সে সময় গল্পের চরিত্রগুলোর নকশা, স্ট্রোরিলাইন ও প্রযোজনা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এরপর অজানা এক কারণে সেই প্রতিষ্ঠানে আর কাজ করেননি উডল। পরে ২০১৬ সালে মোয়ানার প্রথম পর্ব যখন মুক্তি পায়, তখন তার সেই চিত্রনাট্যের সঙ্গে মিল পান উডল।
২০১৬ সালে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল ওয়ার্ল্ড ডিজনির অ্যানিমেটেড মুভি ‘মোয়ানা’। রন ক্লেমেন্টস ও জন মুস্কারের যৌথ পরিচালনায় নির্মিত এ ছবি বিশ্বব্যাপী দর্শকের মনে জায়গা করে নেয়। ছবির গল্পটি, পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা একদিন মহাসমুদ্র পাড়ি দেয়, ‘তে ফিতির’ নামের একটি পাথরের সঙ্গে এক রহস্যময় ধ্বংসাবশেষ পুনরায় একত্রিত করার জন্য।

পথে তার সঙ্গী হয় কিংবদন্তি মাউয়ি ও তার পোষা মুরগি। এই নিয়েই এগিয়ে যায় সিনেমাটির গল্প। মুক্তির পরপরই বিশ্বজুড়ে ঝড় তোলে মোয়ানা। প্রসঙ্গত, ‘মোয়ানা টু’ অ্যানিমেটেড চলচ্চিত্র হিসেবে অস্কারে মনোনয়ন পেতে পারে বলে চলছে জোর জল্পনা। ইতোমধ্যে ছবিটি বিশ্বব্যাপী ৬৮৭ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে।

আর এর মাঝেই গল্প চুরির অভিযোগে মোয়ানা টু’র কারণে ডিজনি বিপদে পড়তে পারে, তা অনেকটাই অনুমেয়।