বিনোদন ডেস্ক: আমির খানের সংসার ভেঙে যাওয়ার এতকাল পরেও সাবেক স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এ অভিনেতার প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই সাবেকের সঙ্গে গভীর বন্ধুত্ব রয়েছে।
এমনকি নিয়ম করে তাদের দুজনের সঙ্গে সপ্তাহে দুদিন দেখাও করেন এ অভিনেতা। এবার প্রেম নিয়ে বেশ খোলামেলা কথা বলে আমির খান। ৫৯ বছর বয়সী এ অভিনেতা বললেন, ‘আমার দুই স্ত্রীকে জিজ্ঞেস করুন আমি কতটা রোমান্টিক’।
কিছুদিন আগে ছেলে জুনেইদের সিনেমা ‘লাভইয়াপ্পা’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। সেখানেই নিজের রোমান্টিক মনোজগতের কথা প্রকাশ করেন এ বলিউড তারকা। তিনি বলেন, ‘আমি এখনো সত্যিকারের প্রেমে বিশ্বাস করি।’ তিনি কসম কেটে বলেন, ‘আমি একজন ভীষণ রোমান্টিক মানুষ। শুনতে খুব মজার লাগলেও আমার দুই স্ত্রীকেই জিজ্ঞেস করতে পারেন।’
আমির খান ছেলের সামনেই নিজের প্রেমজীবন নিয়ে এমন কথা বললেন। ব্যক্তিগত জীবন নিয়েও আমির খান খোলামেলা কথা বললেন। রিনা-কিরণের সঙ্গে বিয়ে ভাঙার পরও যে সাবেক স্ত্রীদের প্রতি তার শ্রদ্ধা এবং সম্মান অটুট, সে কথাও জানালেন তিনি। আমির আরও বলেন, ‘সত্যিকারের ভালোবাসা মানুষকে নিজের মূল্য বোঝায়, নিজেকে ভালোবাসতে শেখায়। উলটো দিকের মানুষটাকেও তখন যত্ন, ভালোবাসায় ভরিয়ে দেয়।’
বলিউডে কাজের মাধ্যমে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেলেও ব্যক্তিগত জীবনে একাধিকবার আমির খানের সম্পর্ক ভেঙেছে। ক্যারিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। জুনেইদ ও ইরা, দুই সন্তান তাদের। শোনা যায়, আমিরের সফল ক্যারিয়ারেও রিনার অবদান রয়েছে। আমিরের প্রথম স্ত্রী ‘লগান’ সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন। এ সিনেমারই সহকারী পরিচালক কিরণ রাওয়ের প্রেমে পড়েন এ অভিনেতা।
রিনা দত্তর সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয়। কিন্তু সে সম্পর্কও ভেঙে যায়। ২০২১ সালের জুলাই মাসে ডিভোর্সের ঘোষণা করেন আমির-কিরণ। যৌথভাবে ছেলে আজাদের দায়িত্ব নেওয়ার কথাও জানান। কিন্তু সম্পর্ক ভাঙার পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে বলেই আমির জানাচ্ছেন। ‘
কফি উইথ করণ’ শোয়ে এ বিষয়ে একবার প্রশ্ন করা হলে আমির খান বলেন, ‘এখনো দুজনের প্রতিই আমার ভালোবাসা ও সম্মান রয়েছে। আমরা আজীবন পরিবার হিসেবেই থাকব। যতোই ব্যস্ত থাকি না কেন প্রতি সপ্তাহে একবার অন্তত তাদের সঙ্গে দেখা করি।’