প্রযুক্তি ডেস্ক: পরবর্তী প্রজন্মের গেইমিং চিপ উন্মোচন করেছেন মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়াপ্রধান। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বার্ষিক প্রযুক্তি প্রদর্শনী ‘সিইএস’ ইভেন্টে ‘আরটিএক্স ৫০’ নামের গেইমিং চিপের সিরিজ আনার ঘোষণা দেন কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।
ঘোষণায় জেনসেন হুয়াং বলেছেন, চিপের এই নতুন পরিবারটি সিনেমা কোয়ালিটির ছবি তৈরি করতে এনভিডিয়ার নিজস্ব ‘ব্ল্যাকওয়েল’ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করবে। এসব চিপের দাম হবে ৫৪৯ ডলার থেকে ১ হাজার ৯৯৯ ডলার পর্যন্ত এবং আগের বিভিন্ন চিপের চেয়ে এগুলো দ্বিগুণ গতির হবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এগুলো নিয়ে রিয়েল-টাইম প্রদর্শনী চালিয়েছেন হুয়াং, যেখানে চিপের টেক্সচার ও বিভিন্ন ফিচার সম্পর্কে বিস্তারিত গ্রাফিক্সের মাধ্যমে দেখিয়েছেন তিনি।
‘ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’র রোবোটিক্স বিভাগের স্নাতক শিক্ষার্থী গ্যারি ইয়াং বলেছেন, এসব চিপ রিয়েল টাইমে দেখাতে পারার বিষয়টি দারুণ ছিল। আগে আমরা এসব গ্রাফিক্সকে প্রি-রেন্ডার হিসাবে ভাবতাম।’
এসব নতুন চিপ ভোক্তাদের কাছে পৌঁছাতে শুরু করবে জানুয়ারির শেষের দিকে। হুয়াংয়ের বহুল প্রত্যাশিত এই ঘোষণার আগে সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম পৌঁছেছে নতুন রেকর্ড উচ্চতায়।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়া মূলত পরিচিত ছিল গ্রাফিক্স কম্পিউটার চিপ তৈরির জন্য, বিশেষ করে বিভিন্ন কম্পিউটার গেইমের জন্য চিপ তৈরি করত কোম্পানিটি। ৩১ বছর পর এখন এআইকে শক্তিশালী করে চিপের বিকাশে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর বর্তমান বাজারমূল্য তিন লাখ কোটি ডলারেরও বেশি।