ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

ঘুষ মামলায় দণ্ডিত হয়েও দণ্ড-জরিমানা নয় ট্রাম্পের

  • আপডেট সময় : ০৬:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অপরাধে দণ্ডিত হয়েছেন। প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার ইতিহাস গড়লেন তিনি। শুক্রবার (১০ জানুয়ারি) নিউ ইয়র্কের বিচারক হুয়ান মার্চান তাকে ‘নিঃশর্ত অব্যাহতি’ দিয়ে সাজা ঘোষণা করেন। ফলে তাকে কারাদণ্ড বা জরিমানা মুখে পড়তে হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার ঘটনায় ব্যবসায়িক নথি জালিয়াতি। মে মাসে ৩৪টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে ‘নিঃশর্ত অব্যাহতি’ বা ‘আনকন্ডিশনাল ডিসচার্জ’ অনুযায়ী, তার দোষী সাব্যস্ত হওয়া রেকর্ডে থাকবে, কিন্তু তাকে কারাদণ্ড, জরিমানা বা পর্যবেক্ষণের মুখোমুখি হতে হবে না।

গত শুক্রবারের এই সাজা ঘোষণার আগের দিন মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আইনজীবীদের দণ্ডাদেশ বিলম্বিত করার আবেদন নাকচ করে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই তার দণ্ডাদেশ কার্যকর হলো।

ট্রাম্প তার অপরাধ অস্বীকার করে বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বিচারক মার্চান বলেছেন, এই দণ্ডের মাধ্যমে আইন সবার জন্য সমান এমন বার্তা দেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দিল্লির মতো ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ কমিশনের

ঘুষ মামলায় দণ্ডিত হয়েও দণ্ড-জরিমানা নয় ট্রাম্পের

আপডেট সময় : ০৬:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অপরাধে দণ্ডিত হয়েছেন। প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার ইতিহাস গড়লেন তিনি। শুক্রবার (১০ জানুয়ারি) নিউ ইয়র্কের বিচারক হুয়ান মার্চান তাকে ‘নিঃশর্ত অব্যাহতি’ দিয়ে সাজা ঘোষণা করেন। ফলে তাকে কারাদণ্ড বা জরিমানা মুখে পড়তে হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার ঘটনায় ব্যবসায়িক নথি জালিয়াতি। মে মাসে ৩৪টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে ‘নিঃশর্ত অব্যাহতি’ বা ‘আনকন্ডিশনাল ডিসচার্জ’ অনুযায়ী, তার দোষী সাব্যস্ত হওয়া রেকর্ডে থাকবে, কিন্তু তাকে কারাদণ্ড, জরিমানা বা পর্যবেক্ষণের মুখোমুখি হতে হবে না।

গত শুক্রবারের এই সাজা ঘোষণার আগের দিন মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আইনজীবীদের দণ্ডাদেশ বিলম্বিত করার আবেদন নাকচ করে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই তার দণ্ডাদেশ কার্যকর হলো।

ট্রাম্প তার অপরাধ অস্বীকার করে বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বিচারক মার্চান বলেছেন, এই দণ্ডের মাধ্যমে আইন সবার জন্য সমান এমন বার্তা দেওয়া হয়েছে।