আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের রকেট হামলার জবাবে গাজা ভূখ-ে বিমান হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে। গতকাল রোববারের এ বিমান হামলায় গাজার শাসকদল হামাসের বিভিন্ন স্থাপনায় আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমান হামলায় গাজায় কেউ হতাহত হয়েছেন বলে কোনো খবর হয়নি। গত সোমবার ইসরায়েলের একটি সুরক্ষিত কারাগার থেকে ছয় ফিলিস্তিনি পালিয়ে যাওয়ার পর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা আবার বৃদ্ধি পেয়েছে। ওই ঘটনার পর থেকে এ পর্যন্ত চার পলাতককে ধরতে পেরেছে ইসলায়েলি বাহিনী।
গত শুক্রবার দুই পলাতক ধরা পড়ার পর ইসরায়েলে একটি রকেট ছোড়ে গাজার যোদ্ধারা। এরপর গত শনিবার আরও দুই জন ধরা পড়ার পর আবারও ইসরায়েলি ভূখ-ে রকেট ছোড়ে তারা। এসব রকেট হামলার জবাবে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল।
চলতি বছরের মে মাসে ইসরায়েল ও গাজার মধ্যে ১১ দিন ধরে তীব্র যুদ্ধ হয়েছিল। এতে ফিলিস্তিনি পক্ষে ২৫০ জন ও ইসরায়েলের তরফে ১৩ জন নিহত হয়। মিশরের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও প্রায়ই পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলায় সেই সমঝোতা ভেঙে পড়ার দশায় রয়েছে।
রকেটের জবাবে গাজায় ইসরায়েলের বিমান হামলা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























