ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের

  • আপডেট সময় : ০৮:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

সাংবাদিক মাসুদা ভাট্টি- ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল একজন তথ্য কমিশনারের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিবেদন প্রেরণ করেছে।

তবে রাষ্ট্রপতির কাছে পাঠানো প্রতিবেদনটি যে তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে তা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের অগাস্টে মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া বক্তব্য ঘিরে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। কারাবরণও করতে হয় তাকে। ওই ঘটনায় মাসুদা ভাট্টি আলোচনায় আসেন।

এ বিষয়ে তদন্ত হয়েছে কি না জিজ্ঞাসা করা হলে রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান বলেন, কন্টেন্টের বিষয়ে আমি কিছু জানি না। তবে মাসুদা ভাট্টির বিষযে এ সপ্তাহে যে প্রতিবেদন পাঠানো হয়েছে তা জানি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের

আপডেট সময় : ০৮:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল একজন তথ্য কমিশনারের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিবেদন প্রেরণ করেছে।

তবে রাষ্ট্রপতির কাছে পাঠানো প্রতিবেদনটি যে তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে তা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের অগাস্টে মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া বক্তব্য ঘিরে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। কারাবরণও করতে হয় তাকে। ওই ঘটনায় মাসুদা ভাট্টি আলোচনায় আসেন।

এ বিষয়ে তদন্ত হয়েছে কি না জিজ্ঞাসা করা হলে রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান বলেন, কন্টেন্টের বিষয়ে আমি কিছু জানি না। তবে মাসুদা ভাট্টির বিষযে এ সপ্তাহে যে প্রতিবেদন পাঠানো হয়েছে তা জানি।