ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনা দোসরদের দিয়ে প্রতিটি স্থানে চাঁদাবাজি করিয়েছে: সারজিস আলম

  • আপডেট সময় : ০৮:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

নরসিংদীর পথসভায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম- ছবি সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘হাসিনা তার দোসরদের দিয়ে প্রতিটি স্থানে চাঁদাবাজি করিয়েছে। একনায়কতন্ত্র ও পরিবারতন্ত্র কায়েম করেছে। এখনও সিএনজি অটোরিকশা ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে।’

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কে সব শ্রেণি-পেশার মানুষকে জানাতে এবং ঘোষণাপত্রে সাত দফা অন্তর্ভুক্ত করার দাবিতে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে লিফলেট বিতরণকালে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় বিগত সরকারের সময় সৃষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সারজিস আলম জুলাই ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্তির দাবি করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান; ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ; আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার; ১৯৪৭, ৭১ এবং ২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার; সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত; সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি এবং ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের ওয়াদা প্রদান করতে হবে।’

এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডলার সংকট-লোডশেডিং,গাজীপুরে বন্ধ হয়ে গেল ৪০ বছরের পুরোনো কারখানা

হাসিনা দোসরদের দিয়ে প্রতিটি স্থানে চাঁদাবাজি করিয়েছে: সারজিস আলম

আপডেট সময় : ০৮:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

নরসিংদী প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘হাসিনা তার দোসরদের দিয়ে প্রতিটি স্থানে চাঁদাবাজি করিয়েছে। একনায়কতন্ত্র ও পরিবারতন্ত্র কায়েম করেছে। এখনও সিএনজি অটোরিকশা ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে।’

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কে সব শ্রেণি-পেশার মানুষকে জানাতে এবং ঘোষণাপত্রে সাত দফা অন্তর্ভুক্ত করার দাবিতে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে লিফলেট বিতরণকালে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় বিগত সরকারের সময় সৃষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সারজিস আলম জুলাই ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্তির দাবি করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান; ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ; আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার; ১৯৪৭, ৭১ এবং ২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার; সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত; সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি এবং ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের ওয়াদা প্রদান করতে হবে।’

এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।