ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্পাইডার-ম্যান’ করতে গিয়ে প্রেম, অতঃপর বাগদান সারলেন এই জুটি

  • আপডেট সময় : ০৬:২২:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্জাইজি জুটি টম হল্যান্ড ও জেন্ডায়া। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি তারা। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই যান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঘুরতে যাওয়ারও ছবি।

সম্পর্কের নানা বিষয় নিয়েও অকপট তারা সব সময়। তবে এবার যেন নিজেদের বাগদানের খবর প্রকাশে কিছুটা কার্পণ্য করছেন এই জুটি। সম্প্রতি গোল্ডেন গ্লোবসের আসরে গুঞ্জন রটেছে, বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া।

এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের একমাত্র কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি।
৪৮ ক্যারেট হীরার ওই আংটির দাম ২ লাখ মার্কিন ডলার। এর পরেই অভিনেত্রীর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

যদিও টম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সংবাদমাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে, কিছুদিন আগেই বাগদান হয়েছে তাদের। টিএমজেড জানিয়েছে, প্রেমিকা জেন্ডায়াকে প্রপোজ করেছেন টম। বড়দিন ও নববর্ষের মাঝামাঝি একটি দিনে বাগদানের উদ্দেশে তারা এক হয়েছিলেন জেন্ডায়ার যুক্তরাষ্ট্রের বাড়িতে।

আয়োজনটি ছিল আড়ম্বরহীন। অতিথিও বেশি ছিল না। বাগদানের মুহূর্তটি নিজেদের মতো করেই উদযাপন করেছেন এ তারকাজুটি। ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় কাজ করতে গিয়ে টম ও জেন্ডায়ার পরিচয়। ২০২১ সাল থেকে প্রেম করছেন তারা।

সম্পর্কের চার বছরের মাথায় এসে বাগদান সারলেন এ জুটি। বাগদানের পর এবার স্বাভাবিকভাবেই সবার মধ্যে কৌতূহল, কবে বিয়ে করছেন তারা? সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগির বিয়ের আয়োজনের পরিকল্পনা নেই তাদের। টম ও জেন্ডায়া দুজনই ব্যস্ত তারকা।

এ বছর একাধিক বড় প্রজেক্টে ব্যস্ত থাকবেন তারা। ফলে বিয়ের অনুষ্ঠানের জন্য তাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে।- পিঙ্কভিলা

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডলার সংকট-লোডশেডিং,গাজীপুরে বন্ধ হয়ে গেল ৪০ বছরের পুরোনো কারখানা

স্পাইডার-ম্যান’ করতে গিয়ে প্রেম, অতঃপর বাগদান সারলেন এই জুটি

আপডেট সময় : ০৬:২২:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্জাইজি জুটি টম হল্যান্ড ও জেন্ডায়া। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি তারা। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই যান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঘুরতে যাওয়ারও ছবি।

সম্পর্কের নানা বিষয় নিয়েও অকপট তারা সব সময়। তবে এবার যেন নিজেদের বাগদানের খবর প্রকাশে কিছুটা কার্পণ্য করছেন এই জুটি। সম্প্রতি গোল্ডেন গ্লোবসের আসরে গুঞ্জন রটেছে, বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া।

এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের একমাত্র কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি।
৪৮ ক্যারেট হীরার ওই আংটির দাম ২ লাখ মার্কিন ডলার। এর পরেই অভিনেত্রীর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

যদিও টম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সংবাদমাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে, কিছুদিন আগেই বাগদান হয়েছে তাদের। টিএমজেড জানিয়েছে, প্রেমিকা জেন্ডায়াকে প্রপোজ করেছেন টম। বড়দিন ও নববর্ষের মাঝামাঝি একটি দিনে বাগদানের উদ্দেশে তারা এক হয়েছিলেন জেন্ডায়ার যুক্তরাষ্ট্রের বাড়িতে।

আয়োজনটি ছিল আড়ম্বরহীন। অতিথিও বেশি ছিল না। বাগদানের মুহূর্তটি নিজেদের মতো করেই উদযাপন করেছেন এ তারকাজুটি। ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় কাজ করতে গিয়ে টম ও জেন্ডায়ার পরিচয়। ২০২১ সাল থেকে প্রেম করছেন তারা।

সম্পর্কের চার বছরের মাথায় এসে বাগদান সারলেন এ জুটি। বাগদানের পর এবার স্বাভাবিকভাবেই সবার মধ্যে কৌতূহল, কবে বিয়ে করছেন তারা? সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগির বিয়ের আয়োজনের পরিকল্পনা নেই তাদের। টম ও জেন্ডায়া দুজনই ব্যস্ত তারকা।

এ বছর একাধিক বড় প্রজেক্টে ব্যস্ত থাকবেন তারা। ফলে বিয়ের অনুষ্ঠানের জন্য তাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে।- পিঙ্কভিলা