ক্রীড়া ডেস্ক: ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা দিদিয়ে দেশম বিদায়ের আগাম বার্তা দিলেন। ২০২৬ সালের বিশ্বকাপ শেষে এই পদে আর থাকবেন না, জানিয়ে দিলেন বিশ্বকাপ জয়ী কোচ। ফ্রান্সের ফুটবল ফেডারেশন (এফএফএফ) মঙ্গলবার রয়টার্সকে বিষয়টি জানিয়েছে, ২০২৬ সালে চুক্তি শেষের পর মেয়াদ আর বাড়াতে চান না সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
কাতার বিশ্বকাপের পর ফ্রান্স পুরুষ জাতীয় দলে দেশমের ভবিষ্যৎ নিয়ে একবার গুঞ্জন উঠেছিল। তবে ২০২৩ সালের জানুয়ারিতে আসছে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে নতুন চুক্তি করে এফএফএফ। ফ্রান্সের টিভি চ্যানেল টিএফ১-এ এই ঘোষণা দিয়েছেন দেশম। কারণ হিসেবে আর কিছু নয়, বলেছেন ‘থামার সময়’ হয়েছে। “২০২৬ সালে এটা শেষ হবে। নিজের কাছে আমি এ বিষয়ে পরিষ্কার।
ফ্রান্সকে শীর্ষ পর্যায়ে ধরে রাখতে একইরকম প্যাশন ও আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করে আসছি; তবে ২০২৬ (বিশ্বকাপের পর) ইতি টানার দারুণ সময়।”
“সবারই (নিজে থেকে একটা সময়) থামার সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকতে হবে। এরপরও জীবন আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্রান্সের শীর্ষ অবস্থান ধরে রাখা, যেমনটা অনেক বছর ধরে তারা আছে।” ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সাবেক সতীর্থ লরা ব্লাঁর উত্তরসূরি হিসেবে ২০১২ সালে ফ্রান্সের কোচ হিসেবে যোগ দেন দেশম।
সেই থেকে এই দায়িত্বেই আছেন তিনি। তার হাত ধরে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ফরাসিরা। সেই ফাইনালে হেরে গেলেও দুই বছর পর বিশ্বকাপ জেতে তারা। ২০২১ সালে উয়েফা নেশন্স লিগও জয় করে ফ্রান্স। আন্তর্জাতিক ফুটবলের কোচিংয়ে পা দেওয়ার আগে দায়িত্ব পালন করা সব ক্লাবেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন দেশম।
তার কোচিংয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল ফ্রান্স, সেই শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয়তায় ভরা ম্যাচে টাইব্রেকারে হেরে যায় তারা।