ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাপিটল দাঙ্গার কথা ভুলে যাওয়া উচিত হবে না: বাইডেন

  • আপডেট সময় : ০৭:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, তার চার বছর পর সেটা ভুলে যাওয়া বা পুনর্লিখিত হওয়া-কোনোটিই উচিত হবে না বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

চার বছর আগের ওই দিনে নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সত্যায়নপ্রক্রিয়া চলছিল। ওই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সে সময়ের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা সত্যায়নপ্রক্রিয়া আটকে দিতে ক্যাপিটল ভবনে হামলা চালান।

সেবার ট্রাম্প বিদায় নিয়েছিলেন। এবার ট্রাম্প ফিরবেন। ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিজয়কে সত্যায়িত করবে। তার এক দিন আগে গতকাল রোববার হোয়াইট হাউসে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, ‘এমন কোনো ঘটনা কখনো ঘটেইনি, এমন ভাবাটা উচিত হবে না বলেই আমার মনে হয়। আমি মনে করি, তিনি যা করেছিলেন, সেটা গণতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি ছিল।’

তবে বাইডেন সঙ্গে এটাও যোগ করে বলেন, ‘আশা করি, আমরা এসবের ঊর্ধ্বে। এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। তবে এ ঘটনা ভুলে যাওয়াও ঠিক হবে না বলেই আমি মনে করি।’

বাইডেন সাবলীলভাবে ক্ষমতার হস্তান্তর করবেন বলেও বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের মূলে ফিরে যেতে হবে, ক্ষমতার স্বাভাবিক হস্তান্তরপ্রক্রিয়ায়।’

বাইডেন মাঝেমধ্যেই ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে বর্ণনা করেছেন, বিশেষ করে নির্বাচনী প্রচারণার সময়। নভেম্বরের নির্বাচনের পর বাইডেন দ্রুতই ট্রাম্পের জয় মেনে নেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ক্যাপিটল দাঙ্গার কথা ভুলে যাওয়া উচিত হবে না: বাইডেন

আপডেট সময় : ০৭:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, তার চার বছর পর সেটা ভুলে যাওয়া বা পুনর্লিখিত হওয়া-কোনোটিই উচিত হবে না বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

চার বছর আগের ওই দিনে নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সত্যায়নপ্রক্রিয়া চলছিল। ওই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সে সময়ের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা সত্যায়নপ্রক্রিয়া আটকে দিতে ক্যাপিটল ভবনে হামলা চালান।

সেবার ট্রাম্প বিদায় নিয়েছিলেন। এবার ট্রাম্প ফিরবেন। ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিজয়কে সত্যায়িত করবে। তার এক দিন আগে গতকাল রোববার হোয়াইট হাউসে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, ‘এমন কোনো ঘটনা কখনো ঘটেইনি, এমন ভাবাটা উচিত হবে না বলেই আমার মনে হয়। আমি মনে করি, তিনি যা করেছিলেন, সেটা গণতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি ছিল।’

তবে বাইডেন সঙ্গে এটাও যোগ করে বলেন, ‘আশা করি, আমরা এসবের ঊর্ধ্বে। এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। তবে এ ঘটনা ভুলে যাওয়াও ঠিক হবে না বলেই আমি মনে করি।’

বাইডেন সাবলীলভাবে ক্ষমতার হস্তান্তর করবেন বলেও বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের মূলে ফিরে যেতে হবে, ক্ষমতার স্বাভাবিক হস্তান্তরপ্রক্রিয়ায়।’

বাইডেন মাঝেমধ্যেই ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে বর্ণনা করেছেন, বিশেষ করে নির্বাচনী প্রচারণার সময়। নভেম্বরের নির্বাচনের পর বাইডেন দ্রুতই ট্রাম্পের জয় মেনে নেন।