ক্রীড়া ডেস্ক: আক্রমণে একচেটিয়া চাপ ধরে রেখে, অসংখ্য সুযোগ তৈরি করেও নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত গোল পেল না পিএসজি। ম্যাচ গড়াচ্ছিল টাইব্রেকারের দিকে। সেই সময়ে ব্যবধান গড়ে দিলেন উসমান দেম্বেলে। মোনাকোকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। গত মৌসুমে লিগ আঁ ও ফরাসি কাপ ঘরে তোলে পিএসজি।
তাই রোববার ফরাসি সুপার কাপে তারা মুখোমুখি হয় গতবারের লিগে রানার্সআপ হওয়া মোনাকোর। সেখানে ১-০ গোলে জয় পায় প্যারিসের দলটি। কাতারের দোহা স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার দর্শকের সামনে অধিকাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে পিএসজি।
বিপরীতে মোনাকোর ১২ শটের মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি। অনেক চেষ্টার পর যোগ সময়ের দ্বিতীয় মিনিটে ডেডলক ভাঙতে পারেন দেম্বেলে। ফাবিয়ান রুইসের দারুণ পাস ছয় গজ বক্সে পেয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। এই নিয়ে গত ১২ বছরে ১১ বারই ট্রফিটি জিতল পিএসজি।

























