ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শীতে ফ্যাশনেবল পোশাকের সঙ্গে গহনায় ফুটে ওঠে ব্যক্তিত্ব

  • আপডেট সময় : ০৬:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক: ঋতুর বদলের সঙ্গে সঙ্গে সাজপোশাকেও রুচি ও আভিজাত্য বজায় রাখাটা জরুরি। তাই ঋতুর সঙ্গে ফ্যাশনেরও অদলবদল হয়। বিশেষ করে ফ্যাশন সচেতন সব মানুষের দারুণ পছন্দ হলো শীতকাল। তবে শীতে স্টাইলিশ পোশাকের সঙ্গে কিছু গহনা পরলে নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে। তা হলোÑ
= ক্ল্যাসিক পেনডেন্ট বর্তমানে দারুণ জনপ্রিয়। রকমারি ডিজাইনের হ্যান্ডমেড পেনডেন্টের জুড়ি মেলা ভার। শাড়ি হোক বা লং জ্যাকেট, ভেতরে হাইনেক, টপ পরলে তার ওপর এই ক্ল্যাসিক পেনডেন্ট দেখতে মন্দ লাগে না। সিলভার, কাঠ, তামার মতো উপকরণের তৈরি পেনডেন্টের এখন রমরমা মার্কেট।
= শীতকাল মানেই পার্টি, গেট টুগেদার, বিয়ে বাড়ি লেগেই থাকে। আর শীতের রাতের অনুষ্ঠানে জমকালো ওয়েস্টার্ন লুকের সঙ্গে মুক্তোর গহনার দারুণ মেলবন্ধন। শীতের যে কোনো ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে মুক্তোর ছোট্ট দুল কিংবা লম্বা মালা ও ব্রেসলেট বেশ নজর কাড়ে। ছিমছাম হলেও সাজপোশাকে আভিজাত্য বজায় থাকবে।
= হাঁসুলি একটি গহনা। শাড়ি, কুর্তি, উলেন লং পোশাকের সঙ্গে দিব্যি বেছে নিতে পারেন। চিরাচরিত হাঁসুলির ডিজাইন ছাড়াও বাজারে এখন ফিউশন ডিজাইনের হাঁসুলির দেখা মেলে। তা শীতকালীন আউটফিটের সঙ্গে দিব্যি মানিয়ে যায়।
নব্বইয়ের দশকের জনপ্রিয় চোকার এখন আবার হাল ফ্যাশনে ফিরে এসেছে। উত্তরে হাওয়া বইলেই গায়ে লং জ্যাকেট, স্রাগসের মতো পোশাক ওঠে। আর তার সঙ্গে গলায় আঁটসাঁটভাবে লেগে থাকা এই গহনা দারুণ মানায়। সিলভার, অক্সিডাইজড, লেস, কাপড়সহ নানা ধাতুর চোকার পাওয়া যায়। পোশাকের সঙ্গে মানানসই চোকার বেছে নিন।
= লম্বা ঝুলের ইয়ার রিংসের আধিপত্য গত একদশক ধরেই। অনেকেই কানে শুধু এক জোড়া বড় বা লম্বা দুল বেছে নেন তার সাজের একমাত্র অনুষঙ্গ হিসেবে। বিয়ে বাড়িতে শাড়ি আর শালের সঙ্গে লম্বা ঝুলের কানের দুলে আপনাকেও দিব্যি মানাবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিএনপির মনোনয়ন তালিকায় নেই যেসব হেভিওয়েট নেতার নাম

শীতে ফ্যাশনেবল পোশাকের সঙ্গে গহনায় ফুটে ওঠে ব্যক্তিত্ব

আপডেট সময় : ০৬:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

লাইফস্টাইল ডেস্ক: ঋতুর বদলের সঙ্গে সঙ্গে সাজপোশাকেও রুচি ও আভিজাত্য বজায় রাখাটা জরুরি। তাই ঋতুর সঙ্গে ফ্যাশনেরও অদলবদল হয়। বিশেষ করে ফ্যাশন সচেতন সব মানুষের দারুণ পছন্দ হলো শীতকাল। তবে শীতে স্টাইলিশ পোশাকের সঙ্গে কিছু গহনা পরলে নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে। তা হলোÑ
= ক্ল্যাসিক পেনডেন্ট বর্তমানে দারুণ জনপ্রিয়। রকমারি ডিজাইনের হ্যান্ডমেড পেনডেন্টের জুড়ি মেলা ভার। শাড়ি হোক বা লং জ্যাকেট, ভেতরে হাইনেক, টপ পরলে তার ওপর এই ক্ল্যাসিক পেনডেন্ট দেখতে মন্দ লাগে না। সিলভার, কাঠ, তামার মতো উপকরণের তৈরি পেনডেন্টের এখন রমরমা মার্কেট।
= শীতকাল মানেই পার্টি, গেট টুগেদার, বিয়ে বাড়ি লেগেই থাকে। আর শীতের রাতের অনুষ্ঠানে জমকালো ওয়েস্টার্ন লুকের সঙ্গে মুক্তোর গহনার দারুণ মেলবন্ধন। শীতের যে কোনো ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে মুক্তোর ছোট্ট দুল কিংবা লম্বা মালা ও ব্রেসলেট বেশ নজর কাড়ে। ছিমছাম হলেও সাজপোশাকে আভিজাত্য বজায় থাকবে।
= হাঁসুলি একটি গহনা। শাড়ি, কুর্তি, উলেন লং পোশাকের সঙ্গে দিব্যি বেছে নিতে পারেন। চিরাচরিত হাঁসুলির ডিজাইন ছাড়াও বাজারে এখন ফিউশন ডিজাইনের হাঁসুলির দেখা মেলে। তা শীতকালীন আউটফিটের সঙ্গে দিব্যি মানিয়ে যায়।
নব্বইয়ের দশকের জনপ্রিয় চোকার এখন আবার হাল ফ্যাশনে ফিরে এসেছে। উত্তরে হাওয়া বইলেই গায়ে লং জ্যাকেট, স্রাগসের মতো পোশাক ওঠে। আর তার সঙ্গে গলায় আঁটসাঁটভাবে লেগে থাকা এই গহনা দারুণ মানায়। সিলভার, অক্সিডাইজড, লেস, কাপড়সহ নানা ধাতুর চোকার পাওয়া যায়। পোশাকের সঙ্গে মানানসই চোকার বেছে নিন।
= লম্বা ঝুলের ইয়ার রিংসের আধিপত্য গত একদশক ধরেই। অনেকেই কানে শুধু এক জোড়া বড় বা লম্বা দুল বেছে নেন তার সাজের একমাত্র অনুষঙ্গ হিসেবে। বিয়ে বাড়িতে শাড়ি আর শালের সঙ্গে লম্বা ঝুলের কানের দুলে আপনাকেও দিব্যি মানাবে।