ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

ব্রাইটনের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল

  • আপডেট সময় : ০৫:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আক্রমণে তেমন কার্যকর হতে পারল না আর্সেনাল। শুরুতে এগিয়ে যাওয়ার পর ধরে রাখতে পারল না ব্যবধানও। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে হোঁচট খেয়ে লিগ টেবিলে লিভারপুলের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনার সুযোগ হারাল মিকেল আর্তেতার দল। ব্রাইটনের মাঠে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইথান ওয়ানেরি সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা টানেন জোয়াও পেদ্রো।

লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল আর্সেনাল। ২০ ম্যাচে ১১ জয় ও ৭ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
ষোড়শ মিনিটে ওয়ানেরির চমৎকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। মাঝমাঠ থেকে মিকেল মেরিনোর বাড়ানো পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে সামনে রেখেই বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ১৭ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার। চলতি আসরে তার দ্বিতীয় গোল এটি। ১৮তম জন্মদিনের আগে প্রিমিয়ার লিগে একাধিক গোল করা আর্সেনালের প্রথম খেলোয়াড় তিনিই।

বল দখলে এগিয়ে থাকলেও, প্রথমার্ধে কেবল দুটি শট লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে তাদের আক্রমণের ধার কমে যায় আরও। এই অর্ধে বরং ভালো খেলতে থাকে ব্রাইটন। ৪৮তম মিনিটে পের্ভিসের শট ঠেকান গোলরক্ষক দাভিদ রায়া। ৬১তম মিনিটে পেদ্রোর সফল স্পট-কিকে সমতায় ফেরে ব্রাইটন। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বক্সে আর্সেনালের উইলিয়াম সালিবা ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

বাকি সময়ে আর্সেনালের ওপর চাপ বাড়ায় স্বাগতিকরা। আর গোলের দেখা না পেলেও মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। ২০ ম্যাচে ৬ জয় ও ১০ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ব্রাইটন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মালয়েশিয়া অংশীদারিত্ব আরো গভীর করার অঙ্গীকার

ব্রাইটনের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল

আপডেট সময় : ০৫:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: আক্রমণে তেমন কার্যকর হতে পারল না আর্সেনাল। শুরুতে এগিয়ে যাওয়ার পর ধরে রাখতে পারল না ব্যবধানও। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে হোঁচট খেয়ে লিগ টেবিলে লিভারপুলের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনার সুযোগ হারাল মিকেল আর্তেতার দল। ব্রাইটনের মাঠে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইথান ওয়ানেরি সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা টানেন জোয়াও পেদ্রো।

লিগে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল আর্সেনাল। ২০ ম্যাচে ১১ জয় ও ৭ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
ষোড়শ মিনিটে ওয়ানেরির চমৎকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। মাঝমাঠ থেকে মিকেল মেরিনোর বাড়ানো পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে সামনে রেখেই বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ১৭ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার। চলতি আসরে তার দ্বিতীয় গোল এটি। ১৮তম জন্মদিনের আগে প্রিমিয়ার লিগে একাধিক গোল করা আর্সেনালের প্রথম খেলোয়াড় তিনিই।

বল দখলে এগিয়ে থাকলেও, প্রথমার্ধে কেবল দুটি শট লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে তাদের আক্রমণের ধার কমে যায় আরও। এই অর্ধে বরং ভালো খেলতে থাকে ব্রাইটন। ৪৮তম মিনিটে পের্ভিসের শট ঠেকান গোলরক্ষক দাভিদ রায়া। ৬১তম মিনিটে পেদ্রোর সফল স্পট-কিকে সমতায় ফেরে ব্রাইটন। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বক্সে আর্সেনালের উইলিয়াম সালিবা ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

বাকি সময়ে আর্সেনালের ওপর চাপ বাড়ায় স্বাগতিকরা। আর গোলের দেখা না পেলেও মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। ২০ ম্যাচে ৬ জয় ও ১০ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ব্রাইটন।