ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লাদাখের অংশ নিয়ে ২ নতুন কাউন্টি ঘোষণা চীনের

  • আপডেট সময় : ০৮:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক :ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কিছু এলাকা নিয়ে নিজেদের নতুন দুটি কাউন্টি ঘোষণা করেছে চীন। এ ঘটনায় বেইজিংয়ের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম শিনহুয়া গত ২৭ ডিসেম্বর এক প্রতিবেদনে জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের স্বায়ত্তশাসিত সরকার হে’আন এবং হেকাং নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং দেশটির স্টেট কাউন্সিল এরই মধ্যে নতুন দুই কাউন্টির অনুমোদন দিয়েছে, যা হোটান অঞ্চলের কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে। শুক্রবার (৩ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের আওতায় পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের ‘অবৈধ দখল’ মেনে নেয়নি।

তিনি আরও বলেন, নতুন কাউন্টি সৃষ্টি ভারতের অঞ্চল সম্পর্কে আমাদের দীর্ঘস্থায়ী ও সঙ্গতিপূর্ণ অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। এতে চীনের ‘অবৈধ দখলের’ বৈধতাও বাড়াবে না। ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে একটি ‘গুরুতর প্রতিবাদ’ জানিয়েছে বলে উল্লেখ করেন জয়সওয়াল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের ওপর চীনের নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

চীনা সংবাদমাধ্যম শিনহুয়া গত ২৫ ডিসেম্বর জানিয়েছে, দেশটি স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের ইয়ালুং ঝাংপো নদীতে একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। ভারত বলেছে, নিম্নপ্রবাহের রাষ্ট্র হিসেবে আমাদের পানি ব্যবহারের অধিকার রয়েছে এবং আমরা চীনের কাছে উদ্বেগ জানিয়েছি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীনের কর্মকাণ্ড ব্রহ্মপুত্রের নিম্নপ্রবাহের রাষ্ট্রগুলোর স্বার্থের ওপর প্রভাব ফেলবে কি না তা নিশ্চিত করতে চীনা পক্ষকে অনুরোধ করা হয়েছে।

বিষয়টি ভারত পর্যবেক্ষণ করতে থাকবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র: এনডিটিভি

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লাদাখের অংশ নিয়ে ২ নতুন কাউন্টি ঘোষণা চীনের

আপডেট সময় : ০৮:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক :ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কিছু এলাকা নিয়ে নিজেদের নতুন দুটি কাউন্টি ঘোষণা করেছে চীন। এ ঘটনায় বেইজিংয়ের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম শিনহুয়া গত ২৭ ডিসেম্বর এক প্রতিবেদনে জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের স্বায়ত্তশাসিত সরকার হে’আন এবং হেকাং নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং দেশটির স্টেট কাউন্সিল এরই মধ্যে নতুন দুই কাউন্টির অনুমোদন দিয়েছে, যা হোটান অঞ্চলের কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে। শুক্রবার (৩ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের আওতায় পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের ‘অবৈধ দখল’ মেনে নেয়নি।

তিনি আরও বলেন, নতুন কাউন্টি সৃষ্টি ভারতের অঞ্চল সম্পর্কে আমাদের দীর্ঘস্থায়ী ও সঙ্গতিপূর্ণ অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। এতে চীনের ‘অবৈধ দখলের’ বৈধতাও বাড়াবে না। ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে একটি ‘গুরুতর প্রতিবাদ’ জানিয়েছে বলে উল্লেখ করেন জয়সওয়াল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের ওপর চীনের নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

চীনা সংবাদমাধ্যম শিনহুয়া গত ২৫ ডিসেম্বর জানিয়েছে, দেশটি স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের ইয়ালুং ঝাংপো নদীতে একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। ভারত বলেছে, নিম্নপ্রবাহের রাষ্ট্র হিসেবে আমাদের পানি ব্যবহারের অধিকার রয়েছে এবং আমরা চীনের কাছে উদ্বেগ জানিয়েছি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীনের কর্মকাণ্ড ব্রহ্মপুত্রের নিম্নপ্রবাহের রাষ্ট্রগুলোর স্বার্থের ওপর প্রভাব ফেলবে কি না তা নিশ্চিত করতে চীনা পক্ষকে অনুরোধ করা হয়েছে।

বিষয়টি ভারত পর্যবেক্ষণ করতে থাকবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র: এনডিটিভি