ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

দ. কোরিয়া, জাপান ও ফ্রান্স সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

  • আপডেট সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ছয়দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়া, জাপান ও ফ্রান্স ভ্রমণে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩ জানুয়ারি) জানিয়েছে, ৪ জানুয়ারি শুরু হয়ে এই সফর ৯ জানুয়ারি শেষ হবে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এক উন্মুক্ত ও উন্নত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় সম্পর্ক দৃঢ় করতে দক্ষিণ কোরিয়ার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ব্লিঙ্কেন। এছাড়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক সম্পর্ক উন্নত করতেও বৈঠক করবেন তিনি। দক্ষিণ কোরিয়ার টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সেখানে যাচ্ছেন ব্লিঙ্কেন। গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করে কয়েক ঘণ্টার বেশি তা বহাল রাখতে না পারলেও তার ধাক্কা এখনও সামলাতে হচ্ছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে।

সামরিক আইন জারি নিয়ে তার বিরুদ্ধে চলছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তদন্ত। গতকাল কর্তৃপক্ষ আদালতের সমন নিয়ে তাকে গ্রেফতার করতে গেলে প্রেসিডেনশিয়াল গার্ডের বাধার মুখে ব্যর্থ হয়ে ফিরে আসতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা শান্ত হওয়ার আপাত কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

ওই বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান চ্যালেঞ্জ নিয়ে ফ্রান্সের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন তিনি। গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতের প্রচেষ্টার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ. কোরিয়া, জাপান ও ফ্রান্স সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

আপডেট সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ছয়দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়া, জাপান ও ফ্রান্স ভ্রমণে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩ জানুয়ারি) জানিয়েছে, ৪ জানুয়ারি শুরু হয়ে এই সফর ৯ জানুয়ারি শেষ হবে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এক উন্মুক্ত ও উন্নত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় সম্পর্ক দৃঢ় করতে দক্ষিণ কোরিয়ার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ব্লিঙ্কেন। এছাড়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ত্রিপাক্ষিক সম্পর্ক উন্নত করতেও বৈঠক করবেন তিনি। দক্ষিণ কোরিয়ার টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সেখানে যাচ্ছেন ব্লিঙ্কেন। গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করে কয়েক ঘণ্টার বেশি তা বহাল রাখতে না পারলেও তার ধাক্কা এখনও সামলাতে হচ্ছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে।

সামরিক আইন জারি নিয়ে তার বিরুদ্ধে চলছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তদন্ত। গতকাল কর্তৃপক্ষ আদালতের সমন নিয়ে তাকে গ্রেফতার করতে গেলে প্রেসিডেনশিয়াল গার্ডের বাধার মুখে ব্যর্থ হয়ে ফিরে আসতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা শান্ত হওয়ার আপাত কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

ওই বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান চ্যালেঞ্জ নিয়ে ফ্রান্সের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন তিনি। গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতের প্রচেষ্টার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হবে।