ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

ঘুষকাণ্ডে মার্কিন আদালতে বিপদ বাড়ল আদানির

  • আপডেট সময় : ০৬:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: সম্প্রতি ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ এনেছিল আমেরিকা। এবার মার্কিন আদালত আদানি এবং অন্যদের বিরুদ্ধে নথিভুক্ত সব মামলার সাজার শুনানির সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক আদালত আদানি এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার আদেশ জারি করেছে। মূলত, আদালত দেখতে পেয়েছে যেসব মামলার অভিযোগ এবং লেনদেন একই রকম। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মামলাগুলোর মধ্যে রয়েছে- ইউএস বনাম আদানি এবং অন্যান্য (আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বনাম আদানি এবং অন্যান্য (আদানির বিরুদ্ধে দেওয়ানি মামলা) এবং এসইসি বনাম ক্যাবনেস (অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে দেওয়ানি মামলা)।

আদালত জানিয়েছে, বিচারাধীন প্রক্রিয়ার উন্নতি এবং কেস শিডিউলিং সংক্রান্ত সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আদানি এবং বাকিদের বিরুদ্ধে সৌর শক্তির চুক্তি পেতে ২ হাজার কোটি টাকারও বেশি ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও আদানি গ্রুপ অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে। তারা বলেছে, ‘আমরা একটি আইন মান্যকারী সংস্থা।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঘুষকাণ্ডে মার্কিন আদালতে বিপদ বাড়ল আদানির

আপডেট সময় : ০৬:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: সম্প্রতি ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ এনেছিল আমেরিকা। এবার মার্কিন আদালত আদানি এবং অন্যদের বিরুদ্ধে নথিভুক্ত সব মামলার সাজার শুনানির সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক আদালত আদানি এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার আদেশ জারি করেছে। মূলত, আদালত দেখতে পেয়েছে যেসব মামলার অভিযোগ এবং লেনদেন একই রকম। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মামলাগুলোর মধ্যে রয়েছে- ইউএস বনাম আদানি এবং অন্যান্য (আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বনাম আদানি এবং অন্যান্য (আদানির বিরুদ্ধে দেওয়ানি মামলা) এবং এসইসি বনাম ক্যাবনেস (অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে দেওয়ানি মামলা)।

আদালত জানিয়েছে, বিচারাধীন প্রক্রিয়ার উন্নতি এবং কেস শিডিউলিং সংক্রান্ত সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আদানি এবং বাকিদের বিরুদ্ধে সৌর শক্তির চুক্তি পেতে ২ হাজার কোটি টাকারও বেশি ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও আদানি গ্রুপ অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে। তারা বলেছে, ‘আমরা একটি আইন মান্যকারী সংস্থা।’