ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘স্ত্রী ৩’ সহ আসছে যতোসব হরর ছবি

  • আপডেট সময় : ০৬:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ম্যাডক ফিল্মসের হরর ইউনিভার্স নিয়ে চর্চার শেষ নেই। এই ইউনিভার্সের ‘স্ত্রী ২’ ২০২৪-এ বক্স অফিসে ঝড় তুলেছিল। শাহরুখের ছবিকেও পিছনে ফেলে দিয়েছিলেন শ্রদ্ধা-রাজকুমাররা। তখনই জানা গিয়েছিল ‘স্ত্রী ৩’ও আসবে। অনেকেই ভেবেছিলেন যে ‘স্ত্রী ৩’ দিয়েই বোধ হয় এই ইউনিভার্সের গল্প শেষ হবে। কিন্তু নির্মাতাদের যে সে পরিকল্পনা একেবারেই নেই তা বোঝা গেল তাঁদের একটি পোস্টের মাধ্যমে। নতুন বছরের শুরুতেই ম্যাডক ফিল্মস দিল বড় চমক।

‘স্ত্রী ৩’ থেকে ‘ভেড়িয়া ২’, ‘মুঞ্জিয়া’-এর পার্ট ২-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতা। কিন্তু এখানেই শেষ নয়, এই ইউনিভার্সের আরও নানা ছবির নাম ও মুক্তির তারিখ প্রকাশ করলেন নির্মাতারা। অনেকের মতে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স কায়দায় ম্যাডক ফিল্মস তাদের হরর ইউনিভার্সের চেনা অচেনা চরিত্রের একাধিক ছবি ঘোষণা করল।

মার্ভেল যেমন তাদের এক একটা সাগার সমস্ত ছবির নাম ও ছবি মুক্তির সময় বেশ কয়েক বছর আগে থেকেই জানিয়ে দেয়, তেমনই ম্যাডকও এবার তাদের এই হরর ইউনিভার্সের সব ছবির নাম ও তারিখ প্রকাশ করল।
২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত এই ইউনিভার্সের যে যে ছবি মুক্তি পাবে তার একটা তালিকাও প্রকাশ করেছেন নির্মাতারা। সেখানে চেনা চরিত্র যেমন- ‘স্ত্রী’, ‘মুঞ্জিয়া’, ‘ভেড়িয়া’ যেমন আছে, তেমনি ‘থামা’, ‘চামুন্ডা’র মতো ছবির নামও রয়েছে। তাছাড়াও ক্রসওভার ছবিরও ঘোষণা করেছে ম্যাডক ফিল্মস। ম্যাডক ফিল্মসের বহুল প্রত্যাশিত ছবি ‘থামা’ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। এই ছবিতে ভ্যাম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানা এবং সামান্থা রুথ প্রভুকে। তারপর একদম বছরের শেষে ৩১ ডিসেম্বর মুক্তি পাবে ‘শক্তি শালিনী’।

এরপর ২০২৬ সালের ১৪ আগস্ট বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ এবং ৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘চামুন্ডা’। তারপর ২০২৭ সালে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবি রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ৩’। ২০২৭-এর ১৩ আগস্ট মুক্তি পাবে এই ছবি। ওই বছরই মুঞ্জিয়ার সিক্যুয়াল ‘মহা মুঞ্জিয়া’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। এই সব ছবি মুক্তির পর আসবে সেই ক্রসওভার ছবি ‘পেহলা মহাযুদ্ধ’। ছবিটি ২০২৮ সালের ১১ আগস্ট মুক্তি পাবে ওই বছরই ১৮ অক্টোবর আসবে এর সিক্যুয়াল ‘দুসরা মহাযুদ্ধ’।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

‘স্ত্রী ৩’ সহ আসছে যতোসব হরর ছবি

আপডেট সময় : ০৬:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: ম্যাডক ফিল্মসের হরর ইউনিভার্স নিয়ে চর্চার শেষ নেই। এই ইউনিভার্সের ‘স্ত্রী ২’ ২০২৪-এ বক্স অফিসে ঝড় তুলেছিল। শাহরুখের ছবিকেও পিছনে ফেলে দিয়েছিলেন শ্রদ্ধা-রাজকুমাররা। তখনই জানা গিয়েছিল ‘স্ত্রী ৩’ও আসবে। অনেকেই ভেবেছিলেন যে ‘স্ত্রী ৩’ দিয়েই বোধ হয় এই ইউনিভার্সের গল্প শেষ হবে। কিন্তু নির্মাতাদের যে সে পরিকল্পনা একেবারেই নেই তা বোঝা গেল তাঁদের একটি পোস্টের মাধ্যমে। নতুন বছরের শুরুতেই ম্যাডক ফিল্মস দিল বড় চমক।

‘স্ত্রী ৩’ থেকে ‘ভেড়িয়া ২’, ‘মুঞ্জিয়া’-এর পার্ট ২-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতা। কিন্তু এখানেই শেষ নয়, এই ইউনিভার্সের আরও নানা ছবির নাম ও মুক্তির তারিখ প্রকাশ করলেন নির্মাতারা। অনেকের মতে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স কায়দায় ম্যাডক ফিল্মস তাদের হরর ইউনিভার্সের চেনা অচেনা চরিত্রের একাধিক ছবি ঘোষণা করল।

মার্ভেল যেমন তাদের এক একটা সাগার সমস্ত ছবির নাম ও ছবি মুক্তির সময় বেশ কয়েক বছর আগে থেকেই জানিয়ে দেয়, তেমনই ম্যাডকও এবার তাদের এই হরর ইউনিভার্সের সব ছবির নাম ও তারিখ প্রকাশ করল।
২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত এই ইউনিভার্সের যে যে ছবি মুক্তি পাবে তার একটা তালিকাও প্রকাশ করেছেন নির্মাতারা। সেখানে চেনা চরিত্র যেমন- ‘স্ত্রী’, ‘মুঞ্জিয়া’, ‘ভেড়িয়া’ যেমন আছে, তেমনি ‘থামা’, ‘চামুন্ডা’র মতো ছবির নামও রয়েছে। তাছাড়াও ক্রসওভার ছবিরও ঘোষণা করেছে ম্যাডক ফিল্মস। ম্যাডক ফিল্মসের বহুল প্রত্যাশিত ছবি ‘থামা’ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। এই ছবিতে ভ্যাম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানা এবং সামান্থা রুথ প্রভুকে। তারপর একদম বছরের শেষে ৩১ ডিসেম্বর মুক্তি পাবে ‘শক্তি শালিনী’।

এরপর ২০২৬ সালের ১৪ আগস্ট বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ এবং ৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘চামুন্ডা’। তারপর ২০২৭ সালে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবি রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ৩’। ২০২৭-এর ১৩ আগস্ট মুক্তি পাবে এই ছবি। ওই বছরই মুঞ্জিয়ার সিক্যুয়াল ‘মহা মুঞ্জিয়া’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। এই সব ছবি মুক্তির পর আসবে সেই ক্রসওভার ছবি ‘পেহলা মহাযুদ্ধ’। ছবিটি ২০২৮ সালের ১১ আগস্ট মুক্তি পাবে ওই বছরই ১৮ অক্টোবর আসবে এর সিক্যুয়াল ‘দুসরা মহাযুদ্ধ’।