বিদেশের খবর ডেস্ক : জার্মানির চরম ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) প্রতি মার্কিন ধনকুবের ইলন মাস্কের সমর্থন একটি দুর্বল ইউরোপের জন্য ‘যৌক্তিক ও পদ্ধতিগত’ খেলা, তাহলে (ইউরোপ) বর্তমানের মতো এতো শক্তভাবে আর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস চ্যান্সেলর রাবর্ট হ্যাবেক। নতুন বছরকে সামনে রেখে দেওয়া বক্তৃতায় হ্যাবেক বলেছেন, মাস্ক যেসব আহ্বান জানিয়েছেন তা অজ্ঞতাপ্রসূত নয়। ফেব্রুয়ারিতে জার্মানিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে গ্রিন পার্টির হয়ে চ্যান্সেল পদ প্রার্থী হয়েছেন হ্যাবেক। তিনি বলেন, “এটি যৌক্তিক ও পদ্ধতিগত। মাস্ক তাদের শক্তিশালী করছেন যারা ইউরোপকে দুর্বল করছে।
যাদের ক্ষমতার জন্য নিয়মকানুন একটি অনুপযুক্ত সীমাবদ্ধতা দুর্বল ইউরোপে তারাই আগ্রহী।” রয়টার্স জানায়, সামাজিক মাধ্যম এক্স এর মালিক, বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা ও রকেট কোম্পানি স্পেসএক্স এর প্রধান নির্বাহী মাস্ক এএফডিকে সমর্থন দিয়ে ও তাদের পক্ষে পত্রিকায় মতামত কলাম লিখে আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে সোমবার অভিযোগ করেছে জার্মানির সরকার। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ডনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করতে ২৫ কোটি ডলারেরও বেশি ব্যয় করেছেন। নির্বাচিত হয়ে ট্রাম্প মাস্ককে বিশেষ উপদেষ্টা বানিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেটের অপ্রয়োজনীয় ব্যয় কাটছাঁট করার দায়িত্ব দিয়েছেন।
মাস্ক জার্মানির সংবাদপত্র ভেইট আম জোনটাগে লেখা কলামে তিনি এএফডিকে জার্মানির ‘শেষ আশার আলো’ হিসেবে তুলে ধরেছেন। জার্মান সরকারের এক মুখপাত্র বলেছেন, “ইলন মাস্ক এক্স পোস্ট ও মতামত দিয়ে জার্মানির নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।” এর প্রতিক্রিয়ায় মাস্ক জার্মানির রাজনীতিতে নিজের সম্পৃক্ততার পক্ষে সাফাই গেয়েছেন। এমনকি তিনি জার্মানিতে তার ‘উল্লেখযোগ্য বিনিয়োগের’ কথাও উল্লেখ করেছেন।
তিনি কর এবং বাজার নিয়ন্ত্রণের বিষয়ে এএফডির নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। চ্যান্সেলর ওলাফ শলৎসের জোট সরকারের পতনের পর ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি চলাকালীন সময়ে মাস্ক এ মন্তব্য করলেন। এর আগে গত ২০ ডিসেম্বর ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিলে পাঁচজন নিহত হওয়ার পর শোলজের পদত্যাগের দাবিও জানান মাস্ক।