ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৬ মাসেই ছাঁটাই এসি মিলান কোচ ফনসেকা

  • আপডেট সময় : ০৮:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: একের পর এক বাজে পারফরম্যান্সে ইতালির শীর্ষ লিগে আটে নেমে যাওয়ার পর কোচ পাউলো ফনসেকাকে বরখাস্ত করেছে এসি মিলান। সেরি আ’য় সবশেষ সাত ম্যাচে মিলানের জয় কেবল দুটি। মৌসুম জুড়ে অধারাবাহিক ফুটবল খেলা দলটি রোববার ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে বাজে সময় কাটানো রোমার সঙ্গে। শীর্ষে থাকা আতালান্তার চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে রয়েছে ১৯ বারের ইতালিয়ান চ্যাম্পিয়ন মিলান।

চারে থাকা লাৎসিওর চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে মিলান, অবশ্য এক ম্যাচ কম খেলেছে তারা। মিলান এক বিবৃতিতে সোমবার ফনসেকাকে ছাঁটাই করার কথা জানায়। স্থানীয় গণমাধ্যমগুলোতে তার উত্তরসূরি হিসেবে সের্হিও কন্সিকাওয়ের নাম বলা হচ্ছে।

৫ বছর কোচিং করানোর পর গত জুনে মিলান ছাড়েন স্তেফানো পিওলি। ২০২২ সালে দলকে লিগ শিরোপা জেতান তিনি। গত মৌসুমের চ্যাম্পিয়ন ইন্টার মিলানের চেয়ে ১৯ পয়েন্টে পিছিয়ে থেকে তার দল হয় রানার্স আপ। পিওলির জায়গায় কোচ হয়ে এসে ৫১ বছর বয়সী ফনসেকা টিকলেন কেবল ৬ মাস। রোমার সাবেক এই কোচ লিল ঘুরে ফিরেছিলেন সেরি আয়। তাকে নিয়ে প্রত্যাশার পারদ ছিল বেশ উঁচুতে। কিন্তু শুরুটা একদমই ভালো ছিল না, শীর্ষ লিগে ফেরা পার্মার কাছে ২-১ গোলে হারার আগে ও পরে ২-২ ড্র করে তোরিনো ও লাৎসিওর বিপক্ষে।

ফনসেকার কোচিংয়ে মিলান প্রথম জয়ের দেখা পায় সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে, ভেনেৎসিয়ার বিপক্ষে। পরে ইন্টার মিলানকেও হারায় তারা। চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে প্রথম দুই ম্যাচে লিভারপুল ও বায়ার লেভারকুজেনের বিপক্ষে হারে মিলান। পরে অবশ্য টানা চার ম্যাচে জিতেছে তারা, এর একটি রেয়াল মাদ্রিদের বিপক্ষে। সেরি আয় এখন পর্যন্ত ১৭ ম্যাচে মিলানের জয় কেবল সাতটি। ২০১৩ সালে পোর্তোর হয়ে পর্তুগিজ সুপার কাপ জিতেছিলেন ফনসেকা।

২০১৫-১৬ মৌসুমে জিতেছিলের পর্তুগিজ কাপ। ২০১৭ থেকে টানা তিনবার শাখতার দোনৎস্কের হয়ে জিতেছিলেন ইউক্রেইন প্রিমিয়ার লিগের শিরোপা। এবার তাকে খুঁজতে হবে নতুন ক্লাব।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৬ মাসেই ছাঁটাই এসি মিলান কোচ ফনসেকা

আপডেট সময় : ০৮:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: একের পর এক বাজে পারফরম্যান্সে ইতালির শীর্ষ লিগে আটে নেমে যাওয়ার পর কোচ পাউলো ফনসেকাকে বরখাস্ত করেছে এসি মিলান। সেরি আ’য় সবশেষ সাত ম্যাচে মিলানের জয় কেবল দুটি। মৌসুম জুড়ে অধারাবাহিক ফুটবল খেলা দলটি রোববার ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে বাজে সময় কাটানো রোমার সঙ্গে। শীর্ষে থাকা আতালান্তার চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে রয়েছে ১৯ বারের ইতালিয়ান চ্যাম্পিয়ন মিলান।

চারে থাকা লাৎসিওর চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে মিলান, অবশ্য এক ম্যাচ কম খেলেছে তারা। মিলান এক বিবৃতিতে সোমবার ফনসেকাকে ছাঁটাই করার কথা জানায়। স্থানীয় গণমাধ্যমগুলোতে তার উত্তরসূরি হিসেবে সের্হিও কন্সিকাওয়ের নাম বলা হচ্ছে।

৫ বছর কোচিং করানোর পর গত জুনে মিলান ছাড়েন স্তেফানো পিওলি। ২০২২ সালে দলকে লিগ শিরোপা জেতান তিনি। গত মৌসুমের চ্যাম্পিয়ন ইন্টার মিলানের চেয়ে ১৯ পয়েন্টে পিছিয়ে থেকে তার দল হয় রানার্স আপ। পিওলির জায়গায় কোচ হয়ে এসে ৫১ বছর বয়সী ফনসেকা টিকলেন কেবল ৬ মাস। রোমার সাবেক এই কোচ লিল ঘুরে ফিরেছিলেন সেরি আয়। তাকে নিয়ে প্রত্যাশার পারদ ছিল বেশ উঁচুতে। কিন্তু শুরুটা একদমই ভালো ছিল না, শীর্ষ লিগে ফেরা পার্মার কাছে ২-১ গোলে হারার আগে ও পরে ২-২ ড্র করে তোরিনো ও লাৎসিওর বিপক্ষে।

ফনসেকার কোচিংয়ে মিলান প্রথম জয়ের দেখা পায় সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে, ভেনেৎসিয়ার বিপক্ষে। পরে ইন্টার মিলানকেও হারায় তারা। চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে প্রথম দুই ম্যাচে লিভারপুল ও বায়ার লেভারকুজেনের বিপক্ষে হারে মিলান। পরে অবশ্য টানা চার ম্যাচে জিতেছে তারা, এর একটি রেয়াল মাদ্রিদের বিপক্ষে। সেরি আয় এখন পর্যন্ত ১৭ ম্যাচে মিলানের জয় কেবল সাতটি। ২০১৩ সালে পোর্তোর হয়ে পর্তুগিজ সুপার কাপ জিতেছিলেন ফনসেকা।

২০১৫-১৬ মৌসুমে জিতেছিলের পর্তুগিজ কাপ। ২০১৭ থেকে টানা তিনবার শাখতার দোনৎস্কের হয়ে জিতেছিলেন ইউক্রেইন প্রিমিয়ার লিগের শিরোপা। এবার তাকে খুঁজতে হবে নতুন ক্লাব।