ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

মেলবোর্নে হারের দায় নিয়ে সিডনিতে তাকিয়ে রোহিত

  • আপডেট সময় : ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: মেলবোর্ন টেস্টের পর নিশ্চিত হয়ে গেছে, এবার আর অস্ট্রেলিয়ায় সিরিজ জেতা হচ্ছে না ভারতের। সিরিজের চতুর্থ টেস্টে ড্রয়ের পথে থেকেও নাটকীয় ব্যাটিং ধসে হেরে গেছে তারা। সেই হতাশা আছে রোহিত শার্মার। তবে সিডনিতে শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে আশাবাদী ভারত অধিনায়ক। পঞ্চম দিনের শেষ সেশনে ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে মেলবোর্ন টেস্টে সোমবার ১৮৪ রানে হারে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ভারতের সিনিয়র দুই ক্রিকেটার ভিরাট কোহলি ও রোহিত ভালো করতে পারছেন না এই সিরিজেও। কোহলি প্রথম টেস্টে পার্থে সেঞ্চুরি করলেও পরের তিন টেস্টে আর উল্লেখ করার মতো কিছু করতে পারেননি। ২৭.৮৩ গড়ে তার রান কেবল ১৬৭।

রোহিতের অবস্থা আরও করুণ। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি, পরের তিন টেস্টে ৬.২ গড়ে তার রান স্রেফ ৩১। অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে দায় নিয়েই মেলবোর্ন টেস্টের পর রোহিত বললেন, অতীত নিয়ে পড়ে থাকতে চান না তারা।
“অতীতে যা হয়েছে, তা নিয়ে ভাবার কিছু নেই। অবশ্যই কিছু ফলাফল আমাদের পক্ষে যায়নি, অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে যা (আমার জন্য) হতাশাজনক।” অস্ট্রেলিয়ায় সবশেষ দুটি সফরসহ দলটির বিপক্ষে টানা চারটি টেস্ট সিরিজ জিতেছে ভারত।

সিডনিতে জিততে না পারলে ১০ বছরের মধ্যে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হারের তেতো স্বাদ পেতে হবে তাদের। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই থেকেও ছিটকে যাবে তারা। শেষ টেস্ট জিতে অন্তত সিরিজ ড্র করার লক্ষ্য রোহিতের। “এমন কিছু বিষয় আছে, যা দল হিসেবে আমাদের দেখতে হবে।

আমাকে ব্যক্তিগতভাবেও নজর দিতে হবে। আমরা চেষ্টা করব এবং দেখব কী হয়। এখনও একটি ম্যাচ বাকি আছে এবং যদি আমরা ম্যাচটি ভালো খেলতে পারি, তাহলে ২-২ ড্র হবে। সেটা হলে সত্যিই ভালো হবে।” “খুব বেশি সময় নেই, তবে এমন অনেক কিছু আছে, যা আমাদের পক্ষে যায়নি। অবশ্যই সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে, চেষ্টা করতে হবে এবং দেখতে হবে, আমরা কতটা সংশোধন করতে পারি।

আমরা দল হিসেবে, খেলোয়াড় হিসেবে, ব্যক্তি হিসেবেও ভালো করতে পারিনি।” সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী শুক্রবার শুরু হবে শেষ টেস্ট।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলবোর্নে হারের দায় নিয়ে সিডনিতে তাকিয়ে রোহিত

আপডেট সময় : ০৮:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: মেলবোর্ন টেস্টের পর নিশ্চিত হয়ে গেছে, এবার আর অস্ট্রেলিয়ায় সিরিজ জেতা হচ্ছে না ভারতের। সিরিজের চতুর্থ টেস্টে ড্রয়ের পথে থেকেও নাটকীয় ব্যাটিং ধসে হেরে গেছে তারা। সেই হতাশা আছে রোহিত শার্মার। তবে সিডনিতে শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে আশাবাদী ভারত অধিনায়ক। পঞ্চম দিনের শেষ সেশনে ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে মেলবোর্ন টেস্টে সোমবার ১৮৪ রানে হারে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ভারতের সিনিয়র দুই ক্রিকেটার ভিরাট কোহলি ও রোহিত ভালো করতে পারছেন না এই সিরিজেও। কোহলি প্রথম টেস্টে পার্থে সেঞ্চুরি করলেও পরের তিন টেস্টে আর উল্লেখ করার মতো কিছু করতে পারেননি। ২৭.৮৩ গড়ে তার রান কেবল ১৬৭।

রোহিতের অবস্থা আরও করুণ। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি, পরের তিন টেস্টে ৬.২ গড়ে তার রান স্রেফ ৩১। অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে দায় নিয়েই মেলবোর্ন টেস্টের পর রোহিত বললেন, অতীত নিয়ে পড়ে থাকতে চান না তারা।
“অতীতে যা হয়েছে, তা নিয়ে ভাবার কিছু নেই। অবশ্যই কিছু ফলাফল আমাদের পক্ষে যায়নি, অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে যা (আমার জন্য) হতাশাজনক।” অস্ট্রেলিয়ায় সবশেষ দুটি সফরসহ দলটির বিপক্ষে টানা চারটি টেস্ট সিরিজ জিতেছে ভারত।

সিডনিতে জিততে না পারলে ১০ বছরের মধ্যে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হারের তেতো স্বাদ পেতে হবে তাদের। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই থেকেও ছিটকে যাবে তারা। শেষ টেস্ট জিতে অন্তত সিরিজ ড্র করার লক্ষ্য রোহিতের। “এমন কিছু বিষয় আছে, যা দল হিসেবে আমাদের দেখতে হবে।

আমাকে ব্যক্তিগতভাবেও নজর দিতে হবে। আমরা চেষ্টা করব এবং দেখব কী হয়। এখনও একটি ম্যাচ বাকি আছে এবং যদি আমরা ম্যাচটি ভালো খেলতে পারি, তাহলে ২-২ ড্র হবে। সেটা হলে সত্যিই ভালো হবে।” “খুব বেশি সময় নেই, তবে এমন অনেক কিছু আছে, যা আমাদের পক্ষে যায়নি। অবশ্যই সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে, চেষ্টা করতে হবে এবং দেখতে হবে, আমরা কতটা সংশোধন করতে পারি।

আমরা দল হিসেবে, খেলোয়াড় হিসেবে, ব্যক্তি হিসেবেও ভালো করতে পারিনি।” সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী শুক্রবার শুরু হবে শেষ টেস্ট।