ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না: জামায়াতের আমির

  • আপডেট সময় : ০৮:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। ছবি সংগৃহীত

ঠাকুরগাও সংবাদদাতা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ডামি সরকার বলেই সামান্য একটু ফুঁতে উড়ে গেছে। স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ১৪ (২০১৪ সালের) ইলেকশনে ১৫৪টি আসন জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ১৮-তে হয়েছে মিডনাইট নির্বাচন। আর ২৪-এ হয়েছে ডামি নির্বাচন। আওয়ামী লীগ ডামি সরকার ছিল বলেই সামান্য একটু ফুঁতে উড়ে গেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আবার হুংকার দিচ্ছে তারা ফিরে আসবে। আবার দেশ দখল করবে। আবার আগের মতো তাণ্ডব চালাবে। কিন্তু স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা আর ফিরে আসেনি।’

যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন, তারা জনগণের আমানত রক্ষা করেননি জানিয়ে জামায়াত আমির বলেন, ‘তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তছরুপ, চুরি, ডাকাতি, জনগণের টাকা লুটপাট করেছেন। সেই টাকা দেশের বাইরে পাচার করেছেন।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না: জামায়াতের আমির

আপডেট সময় : ০৮:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাও সংবাদদাতা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ডামি সরকার বলেই সামান্য একটু ফুঁতে উড়ে গেছে। স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ১৪ (২০১৪ সালের) ইলেকশনে ১৫৪টি আসন জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ১৮-তে হয়েছে মিডনাইট নির্বাচন। আর ২৪-এ হয়েছে ডামি নির্বাচন। আওয়ামী লীগ ডামি সরকার ছিল বলেই সামান্য একটু ফুঁতে উড়ে গেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আবার হুংকার দিচ্ছে তারা ফিরে আসবে। আবার দেশ দখল করবে। আবার আগের মতো তাণ্ডব চালাবে। কিন্তু স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা আর ফিরে আসেনি।’

যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন, তারা জনগণের আমানত রক্ষা করেননি জানিয়ে জামায়াত আমির বলেন, ‘তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তছরুপ, চুরি, ডাকাতি, জনগণের টাকা লুটপাট করেছেন। সেই টাকা দেশের বাইরে পাচার করেছেন।’