ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

  • আপডেট সময় : ১১:২০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামাসের রকেট হামলার জবাবে বিমান হামলা চালানো হয়েছে বলে শনিবার সকালের দিকে এক টুইট বার্তায় জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘শুক্রবার সন্ধ্যার দিকে গাজা উপত্যকার সঙ্গে ইসরায়েলি সীমান্ত এলাকার দিকে রকেট ধেয়ে আসায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।’
চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি কারাগার থেকে অন্তত ৬ জন ফিলিস্তিনি সুরঙ্গ খুড়ে পালিয়ে যান। তাদের ধরতে ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান শুরু করেছে। গত শুক্রবার গাজার ইসলামিক জিহাদ গোষ্ঠীর দুই সদস্যকে আটকের পর ইসরায়েলে রকেট হামলা হয়। ইসলামিক জিহাদের ওই দুই সদস্য সুরঙ্গ খুড়ে কারাগার থেকে পালিয়েছিলেন বলে জানিয়েছে ইসরায়েল।
গত মে মাসে গাজার ক্ষমতাসীনদের সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তির পর ওই অঞ্চলে সহিংসতা কিছুটা কমলেও ফের নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

আপডেট সময় : ১১:২০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামাসের রকেট হামলার জবাবে বিমান হামলা চালানো হয়েছে বলে শনিবার সকালের দিকে এক টুইট বার্তায় জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘শুক্রবার সন্ধ্যার দিকে গাজা উপত্যকার সঙ্গে ইসরায়েলি সীমান্ত এলাকার দিকে রকেট ধেয়ে আসায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।’
চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি কারাগার থেকে অন্তত ৬ জন ফিলিস্তিনি সুরঙ্গ খুড়ে পালিয়ে যান। তাদের ধরতে ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান শুরু করেছে। গত শুক্রবার গাজার ইসলামিক জিহাদ গোষ্ঠীর দুই সদস্যকে আটকের পর ইসরায়েলে রকেট হামলা হয়। ইসলামিক জিহাদের ওই দুই সদস্য সুরঙ্গ খুড়ে কারাগার থেকে পালিয়েছিলেন বলে জানিয়েছে ইসরায়েল।
গত মে মাসে গাজার ক্ষমতাসীনদের সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তির পর ওই অঞ্চলে সহিংসতা কিছুটা কমলেও ফের নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।