ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সাউথইস্ট ব্যাংক ও নজরুল কলেজের চুক্তি সই

  • আপডেট সময় : ০৬:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

বাণিজ্য ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় কলেজের জন্য একটি উদ্ভাবনী এবং কার্যকরী পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করা, পেরোল ব্যাংকিং পরিষেবা, স্কুল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং আড়াইহাজারের (নারায়ণগঞ্জ) গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুরাদ হোসেন ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
ওই চুক্তির মাধ্যমে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ সাউথইস্ট ব্যাংকের বিস্তৃত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করতে পারবে।

স্কুল ব্যাংকিং সুবিধার আওতায় শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের মোবাইল অ্যাপ, অথবা কাউন্টার সার্ভিসের মাধ্যমে সহজেই তাদের টিউশন ফি প্রদান করতে পারবে।

একই সঙ্গে, প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা পেরোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থায়ীত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান বিচারপতি

সাউথইস্ট ব্যাংক ও নজরুল কলেজের চুক্তি সই

আপডেট সময় : ০৬:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বাণিজ্য ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় কলেজের জন্য একটি উদ্ভাবনী এবং কার্যকরী পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করা, পেরোল ব্যাংকিং পরিষেবা, স্কুল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং আড়াইহাজারের (নারায়ণগঞ্জ) গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুরাদ হোসেন ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
ওই চুক্তির মাধ্যমে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ সাউথইস্ট ব্যাংকের বিস্তৃত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ করতে পারবে।

স্কুল ব্যাংকিং সুবিধার আওতায় শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের মোবাইল অ্যাপ, অথবা কাউন্টার সার্ভিসের মাধ্যমে সহজেই তাদের টিউশন ফি প্রদান করতে পারবে।

একই সঙ্গে, প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা পেরোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।