ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

নতুন বছরের শুরু থেকে শীত বাড়ার আভাস

  • আপডেট সময় : ০৬:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

নতুন বছরের শুরু থেকে শীত বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক: আসছে বছরের প্রথম দিন থেকেই শীত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া পৌষের এই শীতে রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

শনিবার (২৮ ডিসেম্বর) তিনি সংবাদমাধ্যমকে বলেন, জানুয়ারির প্রথম দিনই তাপমাত্রা কমে শীত বাড়বে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে রংপুর বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে; তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শ্বৈত্যপ্রবাহ। গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়; সেখানে পারদ নেমেছে ৯ দশমিক ৩ ডিগ্রিতে।

এছাড়া এই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন ১০ দশমিক ৮, দিনাজপুরে ১১ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

নতুন বছরের শুরু থেকে শীত বাড়ার আভাস

আপডেট সময় : ০৬:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক: আসছে বছরের প্রথম দিন থেকেই শীত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া পৌষের এই শীতে রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

শনিবার (২৮ ডিসেম্বর) তিনি সংবাদমাধ্যমকে বলেন, জানুয়ারির প্রথম দিনই তাপমাত্রা কমে শীত বাড়বে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে রংপুর বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে; তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শ্বৈত্যপ্রবাহ। গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়; সেখানে পারদ নেমেছে ৯ দশমিক ৩ ডিগ্রিতে।

এছাড়া এই সময়ে কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন ১০ দশমিক ৮, দিনাজপুরে ১১ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।