ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক কাপ চায়ের দাম লাখ টাকা যে রেস্তোরাঁয়

  • আপডেট সময় : ০৬:১৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: চাপ্রেমীদের কাছে চা অমৃতের চেয়ে কম কিছু নয়। সকাল থেকে সন্ধ্যা, রাতে ঘুমানোর আগ পর্যন্ত নানান বাহানায় চলে চা পান। বিশ্বের যেখানেই যান না কেন, সেখানকার চায়ের স্বাদ নিতে একেবারেই ভোলেন না। তবে আপনি যদি দুবাই ভ্রমণে যান তাহলে এই লাখ টাকার এক কাপ চা কোনোভাবেই এড়িয়ে যাবেন না।

সোনা ব্যবহার করা হয় এই চায়ে, পাওয়া যাচ্ছে দুবাইয়ের এক ক্যাফেতে। নাম দেওয়া হয়েছে ‘গোল্ড কারাক’ টি। এদেশে যেদিকেই তাকাবেন সেদিকেই চাপ্রেমী। এমনই এক চাপ্রেমী দুবাইয়ের লোকজনকে খাওয়াতে গিয়ে অন্যরকম, একদম আলাদা এক পন্থা বেছে নিলেন। সোনায় মোড়া চা বিক্রি করে এখন ভাইরাল তিনি।

এই উদ্যোক্তা ভারতের নাগরিক সুচেতা শর্মা। দুবাইয়ে বোহো ক্যাফে নামে একটি ক্যাফে খোলেন সম্প্রতি। ডিআইএফসি এমিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে অবস্থিত এই ক্যাফেতে সোনার চা বিক্রি করছেন তিনি।

২৪ ক্যারেট সোনা দিয়ে চা তৈরি করছেন তারা। নাহ, এই সোনা মোটেই কাপে ডেকোরেশনের জন্য নয়, চায়ের সঙ্গে পেটে চলে যাবে আপনার। এক কাপ চায়ের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। তবে শুধু সোনার চা নয়, সোনার কফি, সোনার গুঁড়া দিয়ে তৈরি ক্রসোঁও এই ক্যাফের অন্যতম আকর্ষণ।

এই লাখ টাকার চা বা কফি পরিবেশন করা হয় রূপোর পাত্রে বা কাপে। ওপর থেকে ২৪ ক্যারেট সোনার পাতা সাজিয়ে দেওয়া হয়। কেউ চাইলে চা শেষ করার পর রূপোর কাপ বা সঙ্গে দেওয়া রূপোর সবটাই বাড়ি নিয়ে যেতে পারেন। সূত্র: এনডিটিভি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক কাপ চায়ের দাম লাখ টাকা যে রেস্তোরাঁয়

আপডেট সময় : ০৬:১৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক: চাপ্রেমীদের কাছে চা অমৃতের চেয়ে কম কিছু নয়। সকাল থেকে সন্ধ্যা, রাতে ঘুমানোর আগ পর্যন্ত নানান বাহানায় চলে চা পান। বিশ্বের যেখানেই যান না কেন, সেখানকার চায়ের স্বাদ নিতে একেবারেই ভোলেন না। তবে আপনি যদি দুবাই ভ্রমণে যান তাহলে এই লাখ টাকার এক কাপ চা কোনোভাবেই এড়িয়ে যাবেন না।

সোনা ব্যবহার করা হয় এই চায়ে, পাওয়া যাচ্ছে দুবাইয়ের এক ক্যাফেতে। নাম দেওয়া হয়েছে ‘গোল্ড কারাক’ টি। এদেশে যেদিকেই তাকাবেন সেদিকেই চাপ্রেমী। এমনই এক চাপ্রেমী দুবাইয়ের লোকজনকে খাওয়াতে গিয়ে অন্যরকম, একদম আলাদা এক পন্থা বেছে নিলেন। সোনায় মোড়া চা বিক্রি করে এখন ভাইরাল তিনি।

এই উদ্যোক্তা ভারতের নাগরিক সুচেতা শর্মা। দুবাইয়ে বোহো ক্যাফে নামে একটি ক্যাফে খোলেন সম্প্রতি। ডিআইএফসি এমিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে অবস্থিত এই ক্যাফেতে সোনার চা বিক্রি করছেন তিনি।

২৪ ক্যারেট সোনা দিয়ে চা তৈরি করছেন তারা। নাহ, এই সোনা মোটেই কাপে ডেকোরেশনের জন্য নয়, চায়ের সঙ্গে পেটে চলে যাবে আপনার। এক কাপ চায়ের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। তবে শুধু সোনার চা নয়, সোনার কফি, সোনার গুঁড়া দিয়ে তৈরি ক্রসোঁও এই ক্যাফের অন্যতম আকর্ষণ।

এই লাখ টাকার চা বা কফি পরিবেশন করা হয় রূপোর পাত্রে বা কাপে। ওপর থেকে ২৪ ক্যারেট সোনার পাতা সাজিয়ে দেওয়া হয়। কেউ চাইলে চা শেষ করার পর রূপোর কাপ বা সঙ্গে দেওয়া রূপোর সবটাই বাড়ি নিয়ে যেতে পারেন। সূত্র: এনডিটিভি