ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন জার্মানির

  • আপডেট সময় : ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক: জার্মান সরকার ইহুদিবাদী ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ অস্ত্র করেছে। স্পাইগেল ম্যাগাজিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জার্মান প্রকাশনা স্পাইগেল এক প্রতিবেদনে লিখেছে, দেশটির সরকার গত কয়েক সপ্তাহে ইসরায়েল সরকারের কাছে ৩০ কোটি ইউরোর বেশি মূল্যের বিপুল পরিমাণ অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে।
জার্মান সরকার ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও দেশটির কাছে বছরে ১৬ কোটি ইউরো মূল্যের অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে।

ইসরায়েলের দখলকৃত অঞ্চলে জার্মানি মেরকাভা ট্যাঙ্ক সরঞ্জাম পাঠাতে যাচ্ছে।
জার্মান সরকারের ডেপুটি মুখপাত্র ক্রিশ্চিয়ান হফম্যান সাংবাদিকদের বলেন, ইসরায়েলে জার্মান অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত সবসময়ই বিদ্যমান, সেখানে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
এর আগে একটি প্রতিবেদনে রয়টার্স লিখেছিল, জার্মানির মানবাধিকার আইনজীবীরা বার্লিনের আদালতকে ইসরায়েলের কাছে ৩ হাজার অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র পাঠানোর সরকারি সিদ্ধান্ত স্থগিত করতে বলেছিলেন।
গত বছরের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে, ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরের অরক্ষিত ও অসহায় জনগণের বিরুদ্ধে নতুন করে গণহত্যা শুরু করেছে।
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গাজায় ইসরাইলি আগ্রাসনে ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১ লাখ ৭ হাজারের বেশি আহত হয়েছে।
ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির পরিকল্পনা অনুযায়ী ১৯১৭ সালে ইসরায়েল প্রতিষ্ঠা করা হয় এবং বিভিন্ন দেশ থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনি ভূমিতে জায়গা দেয়া হয়েছিল।

এরপর ১৯৪৮ সালে ইসরায়েল নামক অবৈধ এই রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা এবং তাদের সব ভূমি দখলের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন জার্মানির

আপডেট সময় : ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক: জার্মান সরকার ইহুদিবাদী ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ অস্ত্র করেছে। স্পাইগেল ম্যাগাজিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জার্মান প্রকাশনা স্পাইগেল এক প্রতিবেদনে লিখেছে, দেশটির সরকার গত কয়েক সপ্তাহে ইসরায়েল সরকারের কাছে ৩০ কোটি ইউরোর বেশি মূল্যের বিপুল পরিমাণ অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে।
জার্মান সরকার ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও দেশটির কাছে বছরে ১৬ কোটি ইউরো মূল্যের অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে।

ইসরায়েলের দখলকৃত অঞ্চলে জার্মানি মেরকাভা ট্যাঙ্ক সরঞ্জাম পাঠাতে যাচ্ছে।
জার্মান সরকারের ডেপুটি মুখপাত্র ক্রিশ্চিয়ান হফম্যান সাংবাদিকদের বলেন, ইসরায়েলে জার্মান অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত সবসময়ই বিদ্যমান, সেখানে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
এর আগে একটি প্রতিবেদনে রয়টার্স লিখেছিল, জার্মানির মানবাধিকার আইনজীবীরা বার্লিনের আদালতকে ইসরায়েলের কাছে ৩ হাজার অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র পাঠানোর সরকারি সিদ্ধান্ত স্থগিত করতে বলেছিলেন।
গত বছরের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে, ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং জর্ডান নদীর পশ্চিম তীরের অরক্ষিত ও অসহায় জনগণের বিরুদ্ধে নতুন করে গণহত্যা শুরু করেছে।
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গাজায় ইসরাইলি আগ্রাসনে ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১ লাখ ৭ হাজারের বেশি আহত হয়েছে।
ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির পরিকল্পনা অনুযায়ী ১৯১৭ সালে ইসরায়েল প্রতিষ্ঠা করা হয় এবং বিভিন্ন দেশ থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনি ভূমিতে জায়গা দেয়া হয়েছিল।

এরপর ১৯৪৮ সালে ইসরায়েল নামক অবৈধ এই রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা এবং তাদের সব ভূমি দখলের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।