ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু: এক দিনে ভর্তি ৬৭ রোগী, মৃত্যু নেই

  • আপডেট সময় : ০৭:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ জন; এই সময়ে কারো মৃত্যুর খবর আসেনি। এ বছর সব মিলিয়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৫৮ জনে। মশাবাহিত এ রোগে প্রাণ গেছে ৫৬৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৪ জন, ঢাকা বিভাগে ১১ জন, ময়মনসিংহে পাঁচ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে চার জন, বরিশাল বিভাগে দুইজন জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন। গত একদিনে রাজশাহী এবং রংপুর বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৫৭ জন; আর ৫৭৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ৩৬২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৯৬ জন। ডিসেম্বরের ২৩ দিনে ডেঙ্গু আক্রান্ত ৯ হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৭৭ জনের।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আর্থিক খাতের ‘ডাকাতি’ খতিয়ে দেখতে প্রতিনিধি পাঠানোর আহ্বান :ড. ইউনূস

ডেঙ্গু: এক দিনে ভর্তি ৬৭ রোগী, মৃত্যু নেই

আপডেট সময় : ০৭:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ জন; এই সময়ে কারো মৃত্যুর খবর আসেনি। এ বছর সব মিলিয়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৫৮ জনে। মশাবাহিত এ রোগে প্রাণ গেছে ৫৬৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৪ জন, ঢাকা বিভাগে ১১ জন, ময়মনসিংহে পাঁচ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে চার জন, বরিশাল বিভাগে দুইজন জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন। গত একদিনে রাজশাহী এবং রংপুর বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৫৭ জন; আর ৫৭৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ৩৬২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৯৬ জন। ডিসেম্বরের ২৩ দিনে ডেঙ্গু আক্রান্ত ৯ হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৭৭ জনের।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।