ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

রাখাইনে ফিরতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ

  • আপডেট সময় : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে হাজার হাজার রোহিঙ্গা মুফতি ও ওলামায়েদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাইকে ঐক্যবদ্ধ ও যথাযথ উদ্যোগ গ্রহণ করতে বলা হয়। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের ই/৬ ব্লক সংলগ্ন মাঠে রোহিঙ্গাদের এ সমাবেশ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা, বাড়ি-ঘর, সহায় সম্পত্তি, নিজস্ব পরিচয় সব ছিল।

মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে দমন-পীড়ন ও নির্যাতন চালিয়ে রোহিঙ্গাদের সবকিছু জ্বালিয়ে দিয়ে ২০১৭ সালে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা আশ্রয় হিসেবে বাংলাদেশে ক্যাম্পের ঝুপড়ি ঘরে বসবাস করছি। যুগের পর যুগ নিজ দেশ ও মাতৃভূমি ফেলে তো আরেকটি দেশে জীবন কাটানো যায় না।

সেজন্য মিয়ানমারে ফিরে যেতে ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ করতে ধাপে ধাপে সমাবেশ করছি, কীভাবে মিয়ানমারের রাখাইনে নিজ দেশে ফিরতে পারি। সমাবেশ আরেক রোহিঙ্গা নেতা মৌলভি রহমত করিম বলেন, আমরা রোহিঙ্গা জাতি প্রয়োজন হলে নিজ দেশ মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলেও দেবো।

রোহিঙ্গা ক্যাম্পে নয় বরং আরাকানে গিয়ে রক্ত দিয়ে আরাকান স্বাধীন করতে হলে করবো। উখিয়া-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা মুফতি ও ওলামায়েদের একটি সমাবেশ ক্যাম্পে আয়োজন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সমাবেশটি দুপুরে দিকে শেষ হয়েছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাখাইনে ফিরতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ

আপডেট সময় : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে হাজার হাজার রোহিঙ্গা মুফতি ও ওলামায়েদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাইকে ঐক্যবদ্ধ ও যথাযথ উদ্যোগ গ্রহণ করতে বলা হয়। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের ই/৬ ব্লক সংলগ্ন মাঠে রোহিঙ্গাদের এ সমাবেশ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা, বাড়ি-ঘর, সহায় সম্পত্তি, নিজস্ব পরিচয় সব ছিল।

মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে দমন-পীড়ন ও নির্যাতন চালিয়ে রোহিঙ্গাদের সবকিছু জ্বালিয়ে দিয়ে ২০১৭ সালে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা আশ্রয় হিসেবে বাংলাদেশে ক্যাম্পের ঝুপড়ি ঘরে বসবাস করছি। যুগের পর যুগ নিজ দেশ ও মাতৃভূমি ফেলে তো আরেকটি দেশে জীবন কাটানো যায় না।

সেজন্য মিয়ানমারে ফিরে যেতে ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ করতে ধাপে ধাপে সমাবেশ করছি, কীভাবে মিয়ানমারের রাখাইনে নিজ দেশে ফিরতে পারি। সমাবেশ আরেক রোহিঙ্গা নেতা মৌলভি রহমত করিম বলেন, আমরা রোহিঙ্গা জাতি প্রয়োজন হলে নিজ দেশ মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলেও দেবো।

রোহিঙ্গা ক্যাম্পে নয় বরং আরাকানে গিয়ে রক্ত দিয়ে আরাকান স্বাধীন করতে হলে করবো। উখিয়া-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা মুফতি ও ওলামায়েদের একটি সমাবেশ ক্যাম্পে আয়োজন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সমাবেশটি দুপুরে দিকে শেষ হয়েছে।