ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

বড়দিনে ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ‘অমানবিক’: জেলেনস্কি

  • আপডেট সময় : ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বড়দিনে ইউক্রেইনজুড়ে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন,এ হামলা ‘অমানবিক’। রাশিয়া জেনেবুঝে বড়দিনকে হামলার জন্য বেছে নিয়েছে বলে অভিযোগ করে জেলেনস্কি বলেছেন, “প্রতিটি বড় ধরনের হামলার প্রস্তুতির জন্য রাশিয়া সময় নেয়। এ হামলা কখনওই তাদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয়। রাশিয়া জেনেবুঝে কেবল লক্ষ্যবস্তুই নয়, সময় ও তারিখও বেছে নিয়েছে।” তিনি বলেন, “আজ, পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে।

তাদের লক্ষ্য আমাদের জ্বালানি খাত। তারা ইউক্রেইনের গুরুতর ক্ষতি করার জন্য যুদ্ধ করছে।”
জেলেনস্কি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেইনের সেনারা ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এ পর্যন্ত হওয়া হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।

কর্মীরা যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করছে। সবার কাজের প্রশংসা করে ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমানে যারা দেশের জন্য কাজ করছেন, যারা যুদ্ধে আছেন, যারা আমাদের আকাশ রক্ষা করছেন তাদের সবাইকে ধন্যবাদ।” জ্বালানি অবকাঠামোকে যতটা সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, “রাশিয়ার অশুভ শক্তি ইউক্রেইনকে ভাঙতে পারবে না এবং বড়দিনের আনন্দ মাটি করতে পারবে না।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে দেওয়া হয় ২৯ মিলিয়ন ডলার

বড়দিনে ইউক্রেইনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ‘অমানবিক’: জেলেনস্কি

আপডেট সময় : ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: বড়দিনে ইউক্রেইনজুড়ে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন,এ হামলা ‘অমানবিক’। রাশিয়া জেনেবুঝে বড়দিনকে হামলার জন্য বেছে নিয়েছে বলে অভিযোগ করে জেলেনস্কি বলেছেন, “প্রতিটি বড় ধরনের হামলার প্রস্তুতির জন্য রাশিয়া সময় নেয়। এ হামলা কখনওই তাদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয়। রাশিয়া জেনেবুঝে কেবল লক্ষ্যবস্তুই নয়, সময় ও তারিখও বেছে নিয়েছে।” তিনি বলেন, “আজ, পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে।

তাদের লক্ষ্য আমাদের জ্বালানি খাত। তারা ইউক্রেইনের গুরুতর ক্ষতি করার জন্য যুদ্ধ করছে।”
জেলেনস্কি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেইনের সেনারা ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে এ পর্যন্ত হওয়া হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।

কর্মীরা যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করছে। সবার কাজের প্রশংসা করে ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমানে যারা দেশের জন্য কাজ করছেন, যারা যুদ্ধে আছেন, যারা আমাদের আকাশ রক্ষা করছেন তাদের সবাইকে ধন্যবাদ।” জ্বালানি অবকাঠামোকে যতটা সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, “রাশিয়ার অশুভ শক্তি ইউক্রেইনকে ভাঙতে পারবে না এবং বড়দিনের আনন্দ মাটি করতে পারবে না।”