ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

গণহত্যা-সন্ত্রাসে জড়িতদের স্থান বিএনপিতে নেই: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৯:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের অভিযোগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণহত্যা ও সন্ত্রাসী কাজে জড়িতদের বিএনপিতে স্থান নেই। এমন কিছু হয়েছে বলে আমি জানি না। আওয়ামী লীগের বিএনপিতে আসার কোন সুযোগ নেই। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে শাসন, সেই শাসনকে পুনঃপ্রতিষ্ঠা করা। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট- এ ছাড়া অন্য কোন উপায় আছে বলে আমার জানা নেই।’ জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দফতর সম্পাদক মামুন অর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, তারেক আদনান, বিএনপি নেতা আনছারুল হকসহ জেলা, উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি ঘোষণা করলেন কারিগরির শিক্ষার্থীরা

গণহত্যা-সন্ত্রাসে জড়িতদের স্থান বিএনপিতে নেই: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের অভিযোগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণহত্যা ও সন্ত্রাসী কাজে জড়িতদের বিএনপিতে স্থান নেই। এমন কিছু হয়েছে বলে আমি জানি না। আওয়ামী লীগের বিএনপিতে আসার কোন সুযোগ নেই। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে শাসন, সেই শাসনকে পুনঃপ্রতিষ্ঠা করা। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট- এ ছাড়া অন্য কোন উপায় আছে বলে আমার জানা নেই।’ জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দফতর সম্পাদক মামুন অর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, তারেক আদনান, বিএনপি নেতা আনছারুল হকসহ জেলা, উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।