ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিন থেকে ৯ নির্দেশনা মানতে হবে

  • আপডেট সময় : ০১:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানে আগামী রোববার থেকে শুরু হচ্ছে শ্রেণি পাঠদান। এদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ৯ দফা নির্দেশনা মানতে হবে। এরইমধ্যে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মানতে শিক্ষা প্রতিষ্ঠানের করণীয় নির্ধারণ করে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত পরিপত্রটি গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।
ওই পরিপত্রে ৯ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জানানো হয়, কোভিড-১৯ অতিমারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মতভাবে শ্রেণি কক্ষ প্রস্তুত করতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ও খোলার দিন থেকে পরিপত্রের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
৯ দফা নির্দেশনা :
১. শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের তাপমাত্রা মাপার যন্ত্রের মাধ্যমে নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণ করার ব্যবস্থা এবং যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা;
২. শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করা;
৩. শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে পরস্পরিক ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা;
৪. শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে অবস্থান করবে এবং বাসা থেকে যাওয়া-আসা করবে সেই বিষয়ে শিক্ষণীয় ও উদ্বুদ্ধকরণ ব্রিফিং প্রদান করা;
৫. প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন শিখন কার্যক্রমের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা;
৬. শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকের সঠিকভাবে মাস্ক (সম্ভব হলে কাপড়ের মাস্ক) পরিধান করার বিষয়টি নিশ্চিত করা;
৭. প্রতিষ্ঠানগুলোয় শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা নিরূপণ করা ও সকল শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা;
৮. শিক্ষা প্রতিষ্ঠানের সকল ওয়াশ রুম নিয়মিত সঠিকভাবে পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থা করা;
৯. কোভিড-১৯ অতিমারিজনিত সরকারের স্বাস্থ্যবিধি যথাসময়ে প্রতিপালন নিশ্চিত করার জন্য শিক্ষকদের সমন্বয়ে পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণ কমিটি গঠন করা করা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিন থেকে ৯ নির্দেশনা মানতে হবে

আপডেট সময় : ০১:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানে আগামী রোববার থেকে শুরু হচ্ছে শ্রেণি পাঠদান। এদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ৯ দফা নির্দেশনা মানতে হবে। এরইমধ্যে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মানতে শিক্ষা প্রতিষ্ঠানের করণীয় নির্ধারণ করে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত পরিপত্রটি গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।
ওই পরিপত্রে ৯ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জানানো হয়, কোভিড-১৯ অতিমারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মতভাবে শ্রেণি কক্ষ প্রস্তুত করতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ও খোলার দিন থেকে পরিপত্রের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
৯ দফা নির্দেশনা :
১. শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের তাপমাত্রা মাপার যন্ত্রের মাধ্যমে নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণ করার ব্যবস্থা এবং যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা;
২. শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করা;
৩. শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে পরস্পরিক ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা;
৪. শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে অবস্থান করবে এবং বাসা থেকে যাওয়া-আসা করবে সেই বিষয়ে শিক্ষণীয় ও উদ্বুদ্ধকরণ ব্রিফিং প্রদান করা;
৫. প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন শিখন কার্যক্রমের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা;
৬. শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকের সঠিকভাবে মাস্ক (সম্ভব হলে কাপড়ের মাস্ক) পরিধান করার বিষয়টি নিশ্চিত করা;
৭. প্রতিষ্ঠানগুলোয় শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা নিরূপণ করা ও সকল শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা;
৮. শিক্ষা প্রতিষ্ঠানের সকল ওয়াশ রুম নিয়মিত সঠিকভাবে পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থা করা;
৯. কোভিড-১৯ অতিমারিজনিত সরকারের স্বাস্থ্যবিধি যথাসময়ে প্রতিপালন নিশ্চিত করার জন্য শিক্ষকদের সমন্বয়ে পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণ কমিটি গঠন করা করা।