ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি: বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

  • আপডেট সময় : ০৮:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টটি পাকিস্তানের এককভাবে আয়োজন করার কথা থাকলেও আপত্তি তোলে ভারত। সেই অচলবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হবে টুর্নামেন্টটি। আজ নিরপেক্ষ ভেন্যুর নাম ও সূচি ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারত-পাকিস্তানের গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে। দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলবে আটটি দল। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আসরে অনুষ্ঠিত হবে ১৫টি ম্যাচ। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।

ভারতের ম্যাচগুলোর ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামকে। শুধু তা-ই নয়, প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে এখানে। ভারত ফাইনালে উঠলে ৯ মার্চ লাহোরের পরিবর্তে দুবাইতে পর্দা নামবে চ্যাম্পিয়নস ট্রফির। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে দুবাইতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এ লড়াই বরাবরই উত্তাপ ছড়িয়েছে। যদিও আইসিসি ইভেন্টে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের পর এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে আসরের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে ২৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফির সূচি:
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফি: বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

আপডেট সময় : ০৮:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টটি পাকিস্তানের এককভাবে আয়োজন করার কথা থাকলেও আপত্তি তোলে ভারত। সেই অচলবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হবে টুর্নামেন্টটি। আজ নিরপেক্ষ ভেন্যুর নাম ও সূচি ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারত-পাকিস্তানের গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে। দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলবে আটটি দল। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আসরে অনুষ্ঠিত হবে ১৫টি ম্যাচ। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।

ভারতের ম্যাচগুলোর ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামকে। শুধু তা-ই নয়, প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে এখানে। ভারত ফাইনালে উঠলে ৯ মার্চ লাহোরের পরিবর্তে দুবাইতে পর্দা নামবে চ্যাম্পিয়নস ট্রফির। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে দুবাইতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এ লড়াই বরাবরই উত্তাপ ছড়িয়েছে। যদিও আইসিসি ইভেন্টে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের পর এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে আসরের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে ২৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফির সূচি:
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।