ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

গাজায় হামলা নিরাপত্তা রক্ষী রোগী ও চিকিৎসা কর্মী হতাহত

  • আপডেট সময় : ০৭:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় দেইর এল-বালাহতে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ বহনকারী একটি কাফেলার উপর ড্রোন হামলা চালিয়েছে। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এ নিয়ে গত এক দিনে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ২৬-এ দাঁড়িয়েছে।
এছাড়া অবরুদ্ধ উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। দূর-নিয়ন্ত্রিত যানবাহনে বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি বাহিনী ঘটায়। এতে কমপক্ষে ২০ জন রোগী ও চিকিৎসা কর্মী আহত হন। খবর আল জাজিরার। ইসরায়েলি বাহিনী সোমবার মধ্য গাজায় একটি ত্রাণবাহী গাড়িতে বোমাবর্ষণ করেছে।

এতে চার প্রহরী নিহত এবং তিনজন আহত হয়েছে। জাতিসংঘের একজন মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বলেছেন, ইসরায়েলি বাহিনী রবিবার গাজায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি কনভয়ের উপর বিমান হামলা চালায় এবং কমপক্ষে ২৩টি ট্রাক লুণ্ঠন করে। ট্রেম্বলে বলেন, ৬৬ ট্রাকের কনভয়, যেটি কারেম আবু সালেম, বা কেরেম শালোম থেকে ছেড়েছিল, সম্প্রতি অনুমোদিত ফিলাডেলফি করিডোর দিয়ে অতিক্রম করে, মধ্য গাজায় খাদ্য এবং খাদ্য বহির্ভূত সামগ্রী নিয়ে যাচ্ছিল। নিরাপত্তা পরিস্থিতি থাকবে- ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে এমন আশ্বাস দেওয়া সত্ত্বেও বিমান হামলা হয়েছে। কনভয়ের প্রথম ৩৫টি ট্রাক তাদের গন্তব্যের দিকে অগ্রসর হয়েছিল, কোন ক্ষতি ছাড়াই গুদামে পৌঁছেছিল,” মুখপাত্র বলেছেন। “তবে, কনভয়ের দ্বিতীয়ার্ধ [ইসরায়েলি সামরিক বাহিনী] বিলম্ব করেছিল। কাফেলার মুভমেন্টের খবর ছড়িয়ে পড়।, তাদের রুটে লুটপাট করা হয়। শেষ পর্যন্ত ৬৬ টি ট্রাকের মধ্যে, মাত্র ৪৩টি সফলভাবে গুদামে পৌঁছেছিল, বাকি ২৩টি লুটপাটের জন্য হারিয়ে গিয়েছিল।”

বলেন তিনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পার্লামেন্টকে বলেছেন যে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্ত করার জন্য একটি চুক্তিতে অগ্রগতি হয়েছে। তবে কোনো সময়সীমা প্রস্তাব করেননি।
প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল
এদিকে ইসরায়েলি বাহিনী এক বছরের বেশি সময়ে প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা এবং পশ্চিমতীরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৮২০ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে আরও ২১ হাজার ৩৫১ শিক্ষার্থী। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, পশ্চিমতীরে ১১৯ শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৬৪৯ জন। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৫৮ জন ও আহত হয়েছেন আরও ৮৪ জন। রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত এসব হামলা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে ১৪ মাস ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩১৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭ হাজার ৭১৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাছাড়া, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার ৮৫ শতাংশ। এমন অবস্থায় গত মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গাজায় হামলা নিরাপত্তা রক্ষী রোগী ও চিকিৎসা কর্মী হতাহত

আপডেট সময় : ০৭:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক : ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় দেইর এল-বালাহতে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ বহনকারী একটি কাফেলার উপর ড্রোন হামলা চালিয়েছে। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এ নিয়ে গত এক দিনে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ২৬-এ দাঁড়িয়েছে।
এছাড়া অবরুদ্ধ উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। দূর-নিয়ন্ত্রিত যানবাহনে বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি বাহিনী ঘটায়। এতে কমপক্ষে ২০ জন রোগী ও চিকিৎসা কর্মী আহত হন। খবর আল জাজিরার। ইসরায়েলি বাহিনী সোমবার মধ্য গাজায় একটি ত্রাণবাহী গাড়িতে বোমাবর্ষণ করেছে।

এতে চার প্রহরী নিহত এবং তিনজন আহত হয়েছে। জাতিসংঘের একজন মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বলেছেন, ইসরায়েলি বাহিনী রবিবার গাজায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি কনভয়ের উপর বিমান হামলা চালায় এবং কমপক্ষে ২৩টি ট্রাক লুণ্ঠন করে। ট্রেম্বলে বলেন, ৬৬ ট্রাকের কনভয়, যেটি কারেম আবু সালেম, বা কেরেম শালোম থেকে ছেড়েছিল, সম্প্রতি অনুমোদিত ফিলাডেলফি করিডোর দিয়ে অতিক্রম করে, মধ্য গাজায় খাদ্য এবং খাদ্য বহির্ভূত সামগ্রী নিয়ে যাচ্ছিল। নিরাপত্তা পরিস্থিতি থাকবে- ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে এমন আশ্বাস দেওয়া সত্ত্বেও বিমান হামলা হয়েছে। কনভয়ের প্রথম ৩৫টি ট্রাক তাদের গন্তব্যের দিকে অগ্রসর হয়েছিল, কোন ক্ষতি ছাড়াই গুদামে পৌঁছেছিল,” মুখপাত্র বলেছেন। “তবে, কনভয়ের দ্বিতীয়ার্ধ [ইসরায়েলি সামরিক বাহিনী] বিলম্ব করেছিল। কাফেলার মুভমেন্টের খবর ছড়িয়ে পড়।, তাদের রুটে লুটপাট করা হয়। শেষ পর্যন্ত ৬৬ টি ট্রাকের মধ্যে, মাত্র ৪৩টি সফলভাবে গুদামে পৌঁছেছিল, বাকি ২৩টি লুটপাটের জন্য হারিয়ে গিয়েছিল।”

বলেন তিনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পার্লামেন্টকে বলেছেন যে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্ত করার জন্য একটি চুক্তিতে অগ্রগতি হয়েছে। তবে কোনো সময়সীমা প্রস্তাব করেননি।
প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল
এদিকে ইসরায়েলি বাহিনী এক বছরের বেশি সময়ে প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা এবং পশ্চিমতীরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৮২০ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে আরও ২১ হাজার ৩৫১ শিক্ষার্থী। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, পশ্চিমতীরে ১১৯ শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৬৪৯ জন। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৫৮ জন ও আহত হয়েছেন আরও ৮৪ জন। রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত এসব হামলা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে ১৪ মাস ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩১৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭ হাজার ৭১৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাছাড়া, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার ৮৫ শতাংশ। এমন অবস্থায় গত মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।