ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরায়েলের

  • আপডেট সময় : ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা মঙ্গলবার সকালে ইসরায়েল লক্ষ্য করে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আর সেটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের মধ্যা ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, তবে ইসরায়েলের আকশসীমায় প্রবেশের আগেই প্রজেক্টাইলটিকে বাধা দিয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর হয়নি, জানিয়েছে রয়টার্স। এই নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা। ইসরায়েলি সামরিক বাহিনীর এক সূত্রের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, দীর্ঘ পাল্লার অ্যারো বিমান প্রতিরক্ষা পদ্ধতি ব্যবহার করে বায়ুমণ্ডলের বাইরেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসা পরিষেবা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, ভূপাতিত ক্ষেপণাস্ত্র বা সেটিকে ধ্বংস করা মিসাইলের খণ্ডাংশের আঘাতে কেউ আহত হয়েছেন বলে কোনো খবর পায়নি তারা। তবে তেল আবিবে এক ৬০ বছর বয়সী নারী দৌঁড়ে ক্ষেপণাস্ত্রনিরোধী আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এমডিএ জানিয়েছে। এর পাশাপাশি দৌঁড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে সামান্য আঘাত পাওয়া ও ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন শুনে আতঙ্কে অসুস্থ হয়ে পড়া অন্তত ২৫ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে তারা। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুক্ষণের মধ্যে জ্যেষ্ঠ হুতি নেতা হেজাম আল-আসাদ সামাজিক মাধ্যম এক্স এ বলেন, “গাজায় আমাদের লোকদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের আক্রমণ অব্যাহত থাকবে।” রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইসরায়েল ইরানের অন্যান্য ‘সন্ত্রাসী বাহিনীর’ বিরুদ্ধে যে শক্তি ব্যবহার করেছে তা ইয়েমেনের হুতিদের বিরুদ্ধেও কাজে লাগাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি ইসরায়েলের

আপডেট সময় : ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক : ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা মঙ্গলবার সকালে ইসরায়েল লক্ষ্য করে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আর সেটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের মধ্যা ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, তবে ইসরায়েলের আকশসীমায় প্রবেশের আগেই প্রজেক্টাইলটিকে বাধা দিয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর হয়নি, জানিয়েছে রয়টার্স। এই নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা। ইসরায়েলি সামরিক বাহিনীর এক সূত্রের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, দীর্ঘ পাল্লার অ্যারো বিমান প্রতিরক্ষা পদ্ধতি ব্যবহার করে বায়ুমণ্ডলের বাইরেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসা পরিষেবা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, ভূপাতিত ক্ষেপণাস্ত্র বা সেটিকে ধ্বংস করা মিসাইলের খণ্ডাংশের আঘাতে কেউ আহত হয়েছেন বলে কোনো খবর পায়নি তারা। তবে তেল আবিবে এক ৬০ বছর বয়সী নারী দৌঁড়ে ক্ষেপণাস্ত্রনিরোধী আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এমডিএ জানিয়েছে। এর পাশাপাশি দৌঁড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে সামান্য আঘাত পাওয়া ও ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন শুনে আতঙ্কে অসুস্থ হয়ে পড়া অন্তত ২৫ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে তারা। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুক্ষণের মধ্যে জ্যেষ্ঠ হুতি নেতা হেজাম আল-আসাদ সামাজিক মাধ্যম এক্স এ বলেন, “গাজায় আমাদের লোকদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের আক্রমণ অব্যাহত থাকবে।” রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইসরায়েল ইরানের অন্যান্য ‘সন্ত্রাসী বাহিনীর’ বিরুদ্ধে যে শক্তি ব্যবহার করেছে তা ইয়েমেনের হুতিদের বিরুদ্ধেও কাজে লাগাবে।