ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

তিন মাসের জন্য ছিটকে গেলেন স্টোকস

  • আপডেট সময় : ০৫:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: পুরোনো চোট ফিরে আসায় আবারও লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন বেন স্টোকস। অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে। চলতি মাসের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছেড়ে যান স্টোকস। স্ক্যান রিপোর্ট পেয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সোমবার জানায়, বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে স্টোকসের। ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, আগামী মাসে অস্ত্রোপচার করাতে হবে স্টোকসের। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। গত অগাস্টে দা হান্ড্রেডে খেলার সময়ও বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। তখন দুই মাসের পুনর্বাসন প্রক্রিয়া শেষে অক্টোবরে পাকিস্তান সফর দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। এরপর আর একটি সিরিজ খেলতে পারলেন ইংলিশ অধিনায়ক। হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫৬তম ওভারে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন স্টোকস। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও নামা হয়নি তার।

ইংল্যান্ডের ২-১ ব্যবধানে জেতা সিরিজটিতে বেশ ভালো খেলছিলেন স্টোকস। তিন ম্যাচে বল হাতে ৭ উইকেট ও ব্যাট হাতে ৪ ইনিংসে ৫২.৬৬ গড়ে ১৫৫ রান করে অলরাউন্ডার হিসেবে প্রত্যাবর্তনের বার্তাই দিচ্ছিলেন তিনি। কিন্তু পুরোনো চোট ফিরে আসায় সেই অভিযানে ধাক্কা খেলেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। হ্যামিল্টন টেস্টে চোট পাওয়ার পর স্টোকসকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড। তখন মেডিকেল সমস্যার কথা বলে ইসিবি। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, সেই সমস্যার মাত্রা। চোট যেন পিছু ছাড়ছে না স্টোকসের। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর হাঁটুর অস্ত্রোপচারে লম্বা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাকে। যে কারণে চলতি বছরের আইপিএল খেলেননি। এমনকি ফিটনেস ঠিক রাখতে মেগা নিলামেও নাম দেননি তিনি। শেষ পর্যন্ত রেহাই পেলেন না পেস বোলিং অলরাউন্ডার।

পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় দফায় হ্যামস্ট্রিংয়ের চোটে আগামী মাসে অনুষ্ঠেয় এসএ টি-টোয়েন্টি খেলতে পারবেন না স্টোকস। ওই টুর্নামেন্টে এমআই কেপটাউনের সঙ্গে ৮ লাখ পাউন্ডের চুক্তি ছিল তার। আপাতত আগামী মে মাসের আগে ইংল্যান্ডের কোনো টেস্ট সিরিজ নেই। তাই পুনর্বাসনের জন্য প্রায় ৬ মাসের কাছাকাছি সময় পাবেন স্টোকস। এরপর হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে তাকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসির নির্বাচন বাতিলের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন

তিন মাসের জন্য ছিটকে গেলেন স্টোকস

আপডেট সময় : ০৫:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: পুরোনো চোট ফিরে আসায় আবারও লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন বেন স্টোকস। অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে। চলতি মাসের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছেড়ে যান স্টোকস। স্ক্যান রিপোর্ট পেয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সোমবার জানায়, বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে স্টোকসের। ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, আগামী মাসে অস্ত্রোপচার করাতে হবে স্টোকসের। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। গত অগাস্টে দা হান্ড্রেডে খেলার সময়ও বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। তখন দুই মাসের পুনর্বাসন প্রক্রিয়া শেষে অক্টোবরে পাকিস্তান সফর দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। এরপর আর একটি সিরিজ খেলতে পারলেন ইংলিশ অধিনায়ক। হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫৬তম ওভারে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন স্টোকস। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও নামা হয়নি তার।

ইংল্যান্ডের ২-১ ব্যবধানে জেতা সিরিজটিতে বেশ ভালো খেলছিলেন স্টোকস। তিন ম্যাচে বল হাতে ৭ উইকেট ও ব্যাট হাতে ৪ ইনিংসে ৫২.৬৬ গড়ে ১৫৫ রান করে অলরাউন্ডার হিসেবে প্রত্যাবর্তনের বার্তাই দিচ্ছিলেন তিনি। কিন্তু পুরোনো চোট ফিরে আসায় সেই অভিযানে ধাক্কা খেলেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। হ্যামিল্টন টেস্টে চোট পাওয়ার পর স্টোকসকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড। তখন মেডিকেল সমস্যার কথা বলে ইসিবি। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, সেই সমস্যার মাত্রা। চোট যেন পিছু ছাড়ছে না স্টোকসের। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর হাঁটুর অস্ত্রোপচারে লম্বা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাকে। যে কারণে চলতি বছরের আইপিএল খেলেননি। এমনকি ফিটনেস ঠিক রাখতে মেগা নিলামেও নাম দেননি তিনি। শেষ পর্যন্ত রেহাই পেলেন না পেস বোলিং অলরাউন্ডার।

পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় দফায় হ্যামস্ট্রিংয়ের চোটে আগামী মাসে অনুষ্ঠেয় এসএ টি-টোয়েন্টি খেলতে পারবেন না স্টোকস। ওই টুর্নামেন্টে এমআই কেপটাউনের সঙ্গে ৮ লাখ পাউন্ডের চুক্তি ছিল তার। আপাতত আগামী মে মাসের আগে ইংল্যান্ডের কোনো টেস্ট সিরিজ নেই। তাই পুনর্বাসনের জন্য প্রায় ৬ মাসের কাছাকাছি সময় পাবেন স্টোকস। এরপর হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে তাকে।