ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

এনসিএল ফাইনাল নিয়ে যা বললেন নাঈম-আকবর

  • আপডেট সময় : ০৮:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে কাল মুখোমুখি হবে ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে বারোটায়। তার আগে আজ সোমবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দুই দলের অধিনায়ক নাঈম শেখ ও আকবর আলি। ঢাকা মেট্টোকে নিয়ে নাঈম শেখ বলেন, ‘আসলে এভাবে চিন্তা করি নাই যে, মাঠে চাপ নিয়ে খেলবো। টুর্নামেন্টের প্রথমেই আমি দলকে বলেছি যে, আমরা একটা একটা করে ম্যাচ যাবো। লম্বা কিছু চিন্তা করবো না। শুধু একটা একটা করে ম্যাচ শেষ করবো। এরকম একটি দল থাকলে কাজটা সহজ হয়ে যায়।’
ফাইনালেও দলের ওপর ভরসা রাখছেন নাঈম, ‘মাঠে যে পরিস্থিতি আসুক আমি নিজে উপর থেকে চেষ্টা করতেছি টপ অর্ডার ব্যাটার হিসেবে। দলের নেতা হিসেবে একটা দায়িত্ব থাকে সেটাই করে যাচ্ছি। আমার দলে ৬-৭ জন ম্যান অব দ্য ম্যাচ হওয়া ক্রিকেটার আছে। একেকজন একেক দিন ভালো করেছে। ছোট দল বা বড় দল বলে কোন কথা নেই টি-টোয়েন্টিতে মাঠে যারা ভালো করবে তারাই ফল পাবে। চেষ্টা আছে মাঠে সেরাটা দিয়ে দেওয়ার।’ রংপুরের অধিনায়ক আকবর আলি বলেন, ‘ফাইনাল খেলাকেও স্বাভাবিক হিসেবে চিন্তা করছি। আমার মনে হয় আমাদের দল অনেক ভালো করছে। একটা সঠিক সময়ে যে পারফরম্যান্স করার দরকার তাই আমাদের প্রত্যেকেই ভালো করছে। টি-টোয়েন্টি খেলায় আমার কাছে মনে হয় না বড় দল বা ছোট দল বলে কোন কথা আছে। কারণ টি টুয়েন্টি খুব অল্প সময়ের খেলা যারা মোমেন্টাম ধরে রাখতে পারবে তারাই ভালো করবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

এনসিএল ফাইনাল নিয়ে যা বললেন নাঈম-আকবর

আপডেট সময় : ০৮:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে কাল মুখোমুখি হবে ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে বারোটায়। তার আগে আজ সোমবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দুই দলের অধিনায়ক নাঈম শেখ ও আকবর আলি। ঢাকা মেট্টোকে নিয়ে নাঈম শেখ বলেন, ‘আসলে এভাবে চিন্তা করি নাই যে, মাঠে চাপ নিয়ে খেলবো। টুর্নামেন্টের প্রথমেই আমি দলকে বলেছি যে, আমরা একটা একটা করে ম্যাচ যাবো। লম্বা কিছু চিন্তা করবো না। শুধু একটা একটা করে ম্যাচ শেষ করবো। এরকম একটি দল থাকলে কাজটা সহজ হয়ে যায়।’
ফাইনালেও দলের ওপর ভরসা রাখছেন নাঈম, ‘মাঠে যে পরিস্থিতি আসুক আমি নিজে উপর থেকে চেষ্টা করতেছি টপ অর্ডার ব্যাটার হিসেবে। দলের নেতা হিসেবে একটা দায়িত্ব থাকে সেটাই করে যাচ্ছি। আমার দলে ৬-৭ জন ম্যান অব দ্য ম্যাচ হওয়া ক্রিকেটার আছে। একেকজন একেক দিন ভালো করেছে। ছোট দল বা বড় দল বলে কোন কথা নেই টি-টোয়েন্টিতে মাঠে যারা ভালো করবে তারাই ফল পাবে। চেষ্টা আছে মাঠে সেরাটা দিয়ে দেওয়ার।’ রংপুরের অধিনায়ক আকবর আলি বলেন, ‘ফাইনাল খেলাকেও স্বাভাবিক হিসেবে চিন্তা করছি। আমার মনে হয় আমাদের দল অনেক ভালো করছে। একটা সঠিক সময়ে যে পারফরম্যান্স করার দরকার তাই আমাদের প্রত্যেকেই ভালো করছে। টি-টোয়েন্টি খেলায় আমার কাছে মনে হয় না বড় দল বা ছোট দল বলে কোন কথা আছে। কারণ টি টুয়েন্টি খুব অল্প সময়ের খেলা যারা মোমেন্টাম ধরে রাখতে পারবে তারাই ভালো করবে।’