নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-্উল-মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি সদস্যরা বর্তমানে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে পুরাতন সদস্যদের সংগ্রহ করছে এবং সংগঠনকে চাঙা করছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
রাজধানীর বসিলা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির একটি গ্রুপের কর্ণধার এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেফতারের পর সাংবাদিকদের র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন জেএমবির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের অর্থের প্রয়োজনে এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার ডাকাতির পরিকল্পনা করছিল এবং কার্যক্রমে অংশ নিয়েছিল।’
জেএমবি সদস্যরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে: র্যাব
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ