আন্তর্জাতিক ডেস্ক: মোজাম্বিকে ঘূর্ণিঝড় সিদোতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রোববার জানিয়েছে। এক সপ্তাহ আগে ঘূর্ণিঝড়টি মোজাম্বিকের উত্তরাঞ্চল দিয়ে মহাসাগর থেকে স্থলে উঠে আসে। বৃহস্পতিবার দেশটির প্রাকৃতিক দুর্যোগ ইনস্টিটিউট মৃতের সংখ্যা ৭৩ বলে জানিয়েছিল। এই ঘূর্ণিঝড়ের সবচেয়ে প্রলয়ঙ্করী আঘাত মোকাবেলা করেছে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ মায়োট। প্যারিস থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরে মায়োট ফ্রান্সের অংশ হলেও তুলনামূলকভাবে অনেক দরিদ্র। দ্বীপপুঞ্জটির কর্তৃপক্ষ সিদোতে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পারলেও অনেকের আশঙ্কা, নিহতের সংখ্যা হাজারেরও বেশি হবে। মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও নির্বাচন উত্তর সামাজিক অস্থিরতার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।