ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

শ্মশান থেকে সেবায়েতের হাত-পা বাঁধা লাশ উদ্ধার, মালামাল চুরি

  • আপডেট সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

নাটোর সংবাদদাতা : নাটোরের কেন্দ্রীয় শ্মশান থেকে সেবায়েতের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। চুরি হয়েছে শ্মশানের কাঁসার তৈজসপত্র ও পুজার মালামাল। শনিবার সকালে নাটোরের বড়হরিশপুরের কাশিমপুর এলাকায় কেন্দ্রীয় শ্মশান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাটোর সদর থানার পরিদর্শক মো. মাহাবুর রহমান। নিহত তরুণ দাস (৪৫) শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে। শ্মশানের সভাপতি সুবল রায় বলেন, “শুক্রবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা মহাশ্মশানে ঢুকে সেবায়েত তরুণ দাসের হাত-পা বেঁধে হত্যা করে ভাণ্ডার রুম থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা এবং পিতলের প্রায় ৪ মণ মালামাল চুরি করে নিয়ে যায়।

” তিনি আরও বলেন, তরুণ দাস শ্মশানের নিয়োগপ্রাপ্ত কর্মী ছিলেন না, তবে তিনি শ্মশানে থাকতেন। মাঝে মাঝে পরিস্কারের কাজ করতেন, বাইরেও ঘুরতেন। পুলিশ পরিদর্শক মাহাবুর বলেন, “শ্মশানে হত্যাকাণ্ডের পরে কাঁসার তৈজসপত্র পত্র ও পুজার মালামাল চুরির আলামত পাওয়া গেছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তে রাজশাহী থেকে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিট এসেছে।” পুলিশ আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

শ্মশান থেকে সেবায়েতের হাত-পা বাঁধা লাশ উদ্ধার, মালামাল চুরি

আপডেট সময় : ০৮:০২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নাটোর সংবাদদাতা : নাটোরের কেন্দ্রীয় শ্মশান থেকে সেবায়েতের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। চুরি হয়েছে শ্মশানের কাঁসার তৈজসপত্র ও পুজার মালামাল। শনিবার সকালে নাটোরের বড়হরিশপুরের কাশিমপুর এলাকায় কেন্দ্রীয় শ্মশান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাটোর সদর থানার পরিদর্শক মো. মাহাবুর রহমান। নিহত তরুণ দাস (৪৫) শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে। শ্মশানের সভাপতি সুবল রায় বলেন, “শুক্রবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা মহাশ্মশানে ঢুকে সেবায়েত তরুণ দাসের হাত-পা বেঁধে হত্যা করে ভাণ্ডার রুম থেকে কাঁসার পাতিল, গামলাসহ কাঁসা এবং পিতলের প্রায় ৪ মণ মালামাল চুরি করে নিয়ে যায়।

” তিনি আরও বলেন, তরুণ দাস শ্মশানের নিয়োগপ্রাপ্ত কর্মী ছিলেন না, তবে তিনি শ্মশানে থাকতেন। মাঝে মাঝে পরিস্কারের কাজ করতেন, বাইরেও ঘুরতেন। পুলিশ পরিদর্শক মাহাবুর বলেন, “শ্মশানে হত্যাকাণ্ডের পরে কাঁসার তৈজসপত্র পত্র ও পুজার মালামাল চুরির আলামত পাওয়া গেছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তে রাজশাহী থেকে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিট এসেছে।” পুলিশ আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।