আন্তর্জাতিক ডেস্ক : উত্তর মেসিডোনিয়ার টেটোভো শহরে কোভিড-১৯ রোগীদের জন্য তৈরি করা একটি অস্থায়ী হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
গত বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে টুইটারে এ খবর দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। টুইটে তিনি বলেন, “আগুনে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, কিন্তু সংখ্যাটি বাড়তে পারে। খুব দুঃখের একটা দিন।”
স্থানীয় গণমাধ্যমে দেখানো ছবিতে হাসপাতালটিকে ঘিরে ধরা আগুনের শিখা দেখা গেছে। অন্য ছবিতে সেখানে উপস্থিত দমকল কর্মীদেরও দেখা গেছে। কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। তখন সেখানে কতোজন রোগী ছিল তা পরিষ্কার হয়নি। অগাস্টের মাঝামাঝি থেকেই উত্তর মেসিডোনিয়ায় করোনাভাইরাস রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ক্যাফে ও রেস্তোরাঁয় প্রবেশের জন্য স্বাস্থ্য পাশ অবশ্যক করার মতো বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।
২০ লাখ জনসংখ্যার এই দেশটিতে শনাক্ত মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এক লাখ ৮১ হাজার ৬২০ জন আর মৃত্যু হয়েছে ৬১৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭০১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং ২৪ জনের মৃত্যু হয়েছে।
প্রধানত আলবেনীয় অধ্যুষিত টেটোভো উত্তর মেসিডোনিয়ার অন্যতম সর্বোচ্চ করোনাভাইরাস আক্রান্ত এলাকা।
উ. মেসিডোনিয়ায় কোভিড-১৯ হাসপাতালে আগুনে ১০ জনের মৃত্যু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ