ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করা টাইগাররা গতকাল ৮০ রানের বড় ব্যবধানে ক্যারিবীয়দের হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে। স্বাগতিকদের বিপক্ষে এ টি-টোয়েন্টি সিরিজে লাল-সবুজের দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস।
চোটের কারণে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও খেলা হয়নি নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত। টেস্ট ও ওয়ানডেতে মেহেদী মিরাজ অধিনায়কত্ব করলেও সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য এ দায়িত্ব দেয়া হয় লিটনকে। সিরিজজুড়ে লিটন তার অধিনায়কত্বের বেশ প্রশংসাও পেয়েছেন। মাঠে সঠিক সময়ে কার্যকরী সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে কিছুদিন আগেই শান্ত জানিয়েছিলেন, অধিনায়কত্ব করতে চান না তিনি। তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে তিনি পদত্যাগ করবেন এমন গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত সে আলোচনা আর এগোয়নি। এদিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সিরিজ জয়ের পর লিটনের কাছে জানতে চাও্যা হয়েছিল অধিনায়কত্ব প্রসঙ্গে।
তাকে অধিনায়কের দায়িত্ব দিলে তিনি গ্রহণ করবেন কি না এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘বিসিবি যদি অধিনায়কত্ব দেয়, আমি অবশ্যই করতে রাজি। অধিনায়কত্ব আমি উপভোগ করছি। বোলাররা ভালো করলে অধিনায়কত্ব সহজ হয়ে যায়। ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে অনেক কিছুই বোলাররা নিজেরাই করে নেয়, যা আমার জন্য কাজটা সহজ করে দিয়েছে।’
টেস্ট ও ওয়ানডে সিরিজ নিয়ে লিটন বলেন, ‘টেস্ট সিরিজ শুরু করার সময় আমাদের দলে কয়েকজন নিয়মিত টেস্ট খেলা ক্রিকেটার ছিল। তবুও আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলেছি। পরে ওয়ানডে ফরম্যাটেও ভালো ক্রিকেট খেলেছি, যদিও দুর্ভাগ্যবশত জিততে পারিনি। আসলে আমরা খারাপ খেলিনি। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলেও জয়টা আসেনি। তবে দলের ভেতর একটা বিশ্বাস সবসময় ছিল।’
বিসিবি চাইলে অধিনায়কত্বে রাজি লিটন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ