ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ইউরোজয়ী গোলরক্ষকের মুখ বুটের আঘাতে ক্ষতবিক্ষত

  • আপডেট সময় : ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ফ্রান্সের ক্লাব ফুটবলে কতটা শরীরসর্বস্ব খেলার প্রদর্শনী চলে, সেই আলোচনা নতুন নয়। লিওনেল মেসি ও নেইমার জুনিয়ররা প্যারিসিয়ান সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকাকালে অতিরিক্ত ফাউল নিয়ে সমালোচনা হয়েছিল। তেমনই এক ভয়াবহ ফাউলের শিকার হয়েছেন পিএসজির ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। প্রতিপক্ষ মোনাকো ফুটবলারের বুটের কাটায় ক্ষত-বিক্ষত হয়েছে তার মুখ।
ফরাসি প্রতিযোগিতা লিগ ওয়ানে গতকাল মুখোমুখি হয়েছিল পিএসজি ও মোনাকো। ম্যাচের মাত্র ত্রয়োদশ মিনিটেই ভয়ঙ্কর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় দোন্নারুমাকে। মোনাকোর উইলফ্রাইড সিনগো বল নিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ভেতর ঢুকবেন, সেই সময়ই এগিয়ে এসে শট মারার আগে বল ঠেকাতে যান ইতালিয়ান গোলরক্ষক।
ঠিক পেনাল্টি বক্সের কাছে যেতেই উইলফ্রাইড দোন্নারুমার মাথার ওপর দিয়ে লাফ দেন, তখনই তিনি নিচে নামার সময় তার বুটের কাটা আঘাত করে পিএসজি গোলরক্ষকের মুখে। তার মুখে বেশ কয়েকটি ক্ষত সৃষ্টি হয়ে তৎক্ষণাতই রক্ত ঝরতে থাকে। পরে তাকে তুলে নিয়ে সে জায়গায় মাতভেই সোফানোকে নামায় পিএসজি। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় দোন্নারুমার মুখের কাটা অংশ।
শেষ পর্যন্ত প্যারিসের ক্লাবটি মোনাকোর বিপক্ষে ম্যাচ জিতেছে ৪-২ গোলের বড় ব্যবধানে। এর আগে বিভৎস সেই দুর্ঘটনার পর প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে। পরে মাঠে ছেড়ে উঠে যান দোন্নারুম্মা। এমন মারাত্মক ফাউল করেও কোনো কার্ড দেখেননি আগেই হলুদ কার্ড দেখা সিঙ্গো। তা নিয়ে সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মার্কিনিয়োসÑ ‘রেফারি ঘটনাটি ঠিকমতো দেখেছেন কি না আমি জানি না। তবে ভিএআরের হস্তক্ষেপ নেওয়া দরকার ছিল। এমন অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’
ভয়াবহ দুর্ঘটনার পর দোন্নারুমাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটি এখনও অজানা। শুক্রবার তার মেডিক্যাল পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে পিএসজিÑ ‘মুখে কয়েকটি কাটাছেঁড়া নিয়ে ট্রমায় থাকা দোন্নারুমা প্যারিসে দলের সঙ্গে ফিরবেন। এরপর আগামীকাল তার মেডিক্যাল পরীক্ষা করানো হবে এবং পরে কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে তাকে।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আচরণবিধি লংঘন করে শাস্তি পেলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার

ইউরোজয়ী গোলরক্ষকের মুখ বুটের আঘাতে ক্ষতবিক্ষত

আপডেট সময় : ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: ফ্রান্সের ক্লাব ফুটবলে কতটা শরীরসর্বস্ব খেলার প্রদর্শনী চলে, সেই আলোচনা নতুন নয়। লিওনেল মেসি ও নেইমার জুনিয়ররা প্যারিসিয়ান সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকাকালে অতিরিক্ত ফাউল নিয়ে সমালোচনা হয়েছিল। তেমনই এক ভয়াবহ ফাউলের শিকার হয়েছেন পিএসজির ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। প্রতিপক্ষ মোনাকো ফুটবলারের বুটের কাটায় ক্ষত-বিক্ষত হয়েছে তার মুখ।
ফরাসি প্রতিযোগিতা লিগ ওয়ানে গতকাল মুখোমুখি হয়েছিল পিএসজি ও মোনাকো। ম্যাচের মাত্র ত্রয়োদশ মিনিটেই ভয়ঙ্কর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় দোন্নারুমাকে। মোনাকোর উইলফ্রাইড সিনগো বল নিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ভেতর ঢুকবেন, সেই সময়ই এগিয়ে এসে শট মারার আগে বল ঠেকাতে যান ইতালিয়ান গোলরক্ষক।
ঠিক পেনাল্টি বক্সের কাছে যেতেই উইলফ্রাইড দোন্নারুমার মাথার ওপর দিয়ে লাফ দেন, তখনই তিনি নিচে নামার সময় তার বুটের কাটা আঘাত করে পিএসজি গোলরক্ষকের মুখে। তার মুখে বেশ কয়েকটি ক্ষত সৃষ্টি হয়ে তৎক্ষণাতই রক্ত ঝরতে থাকে। পরে তাকে তুলে নিয়ে সে জায়গায় মাতভেই সোফানোকে নামায় পিএসজি। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় দোন্নারুমার মুখের কাটা অংশ।
শেষ পর্যন্ত প্যারিসের ক্লাবটি মোনাকোর বিপক্ষে ম্যাচ জিতেছে ৪-২ গোলের বড় ব্যবধানে। এর আগে বিভৎস সেই দুর্ঘটনার পর প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে। পরে মাঠে ছেড়ে উঠে যান দোন্নারুম্মা। এমন মারাত্মক ফাউল করেও কোনো কার্ড দেখেননি আগেই হলুদ কার্ড দেখা সিঙ্গো। তা নিয়ে সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মার্কিনিয়োসÑ ‘রেফারি ঘটনাটি ঠিকমতো দেখেছেন কি না আমি জানি না। তবে ভিএআরের হস্তক্ষেপ নেওয়া দরকার ছিল। এমন অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’
ভয়াবহ দুর্ঘটনার পর দোন্নারুমাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটি এখনও অজানা। শুক্রবার তার মেডিক্যাল পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে পিএসজিÑ ‘মুখে কয়েকটি কাটাছেঁড়া নিয়ে ট্রমায় থাকা দোন্নারুমা প্যারিসে দলের সঙ্গে ফিরবেন। এরপর আগামীকাল তার মেডিক্যাল পরীক্ষা করানো হবে এবং পরে কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে তাকে।’