ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

  • আপডেট সময় : ০৫:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার কায়রো বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন- ছবি: প্রধান উপদেষ্টা দপ্তর

প্রত্যাশা ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় মুহাম্মদ ইউনূস কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মিশরের মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ‘ডেভেলপিং-৮’ বা ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাতে দুই দিনের সফরে কায়রো রওনা হন প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছিলেন, এবার ডি-৮ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকারপ্রধান অংশ নেবেন। এছাড়া, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

সম্মেলনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সম্মেলনটি ভবিষ্যতের অর্থনীতির জন্য যুবসমাজ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) ভূমিকা তুলে ধরছে। এ কারণে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা আমাদের তরুণদের নিয়ে বৈশ্বিক প্ল্যাটফর্মে কাজ করতে সেখানে যাচ্ছেন। এমএসএমই খাতে বাংলাদেশকে কীভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়গুলো সেখানে আলোচিত হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কায়রোতে অনুষ্ঠেয় একাদশ ডি-৮ সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস: শেপিং টুমরো’স ইকোনমি’।

ডি-৮ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করা, এবং পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। বাংলাদেশসহ এর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। মিশর সফরে প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।
বাসস জানিয়েছে, অধ্যাপক ইউনূস আল-আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।

গ্র্যান্ড ইমাম গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটজ কালর্টন হোটেলে সাক্ষাতকালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

উপ প্রেস সচিব আবুল কালাম আজাদা মজুমদার বলেছেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ০৫:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় মুহাম্মদ ইউনূস কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মিশরের মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ‘ডেভেলপিং-৮’ বা ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাতে দুই দিনের সফরে কায়রো রওনা হন প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছিলেন, এবার ডি-৮ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকারপ্রধান অংশ নেবেন। এছাড়া, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

সম্মেলনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সম্মেলনটি ভবিষ্যতের অর্থনীতির জন্য যুবসমাজ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) ভূমিকা তুলে ধরছে। এ কারণে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা আমাদের তরুণদের নিয়ে বৈশ্বিক প্ল্যাটফর্মে কাজ করতে সেখানে যাচ্ছেন। এমএসএমই খাতে বাংলাদেশকে কীভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়গুলো সেখানে আলোচিত হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কায়রোতে অনুষ্ঠেয় একাদশ ডি-৮ সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস: শেপিং টুমরো’স ইকোনমি’।

ডি-৮ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করা, এবং পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। বাংলাদেশসহ এর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। মিশর সফরে প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।
বাসস জানিয়েছে, অধ্যাপক ইউনূস আল-আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।

গ্র্যান্ড ইমাম গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটজ কালর্টন হোটেলে সাক্ষাতকালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

উপ প্রেস সচিব আবুল কালাম আজাদা মজুমদার বলেছেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।